করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। দীর্ঘ দেড় বছরে দেশের আমদানি-রপ্তানিসহ প্রতিটি খাত ছিল স্থবির। যদিও কৃষিখাতে কিছুটা ভিন্নতা দেখা গেছে। গত বছরে কৃষিখাতে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার তুলনায় কম হলেও চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণ ছিলো ভালো।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) লক্ষ্যমাত্রার ৮৩.৫৬ শতাংশ কৃষিঋণ বিতরণ করতে পেরেছে ব্যাংকগুলো। বিতরণ করা ঋণের পরিমাণ ২১ হাজার ৯৭০ কোটি টাকা। তবে পুরো লক্ষ্যমাত্রা অর্জন করতে আগামী এক মাসে বিতরণ করতে হবে ৪ হাজার ৩২২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যাণ থেকে এ তথ্য জানা যায়। চলতি ২০২০-২১ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ব্যাংকগুলোর ২৬ হাজার ২৯২ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল।
ব্যাংক কর্মকর্তারা জানান, ‘ঋণ পরিশোধে যে ছাড় ছিল, সে কারণে কৃষকদের ঋণ আদায় ভালো ছিল। তবে বিতরণের আকারটা আরও বেশি হতো। বিভিন্ন প্যাকেজ থাকায় কিছুটা কম হয়েছে। সরকারে বিভিন্ন ধরণে প্রণোদনা প্যাকেজ ও ফসলের মূল্য পাওয়া নিয়ে শঙ্কা থাকায় কৃষক ঋণ কম নিয়েছে।
চলমান কৃষিঋণ কর্মসূচির বাইরে কোডিভ এর কারণে সরকার গেল বছর ৫ হাজার কোটি টাকার যে রিফাইন্যান্স স্কিম করেছিল তা গত এপ্রিল পর্যন্ত চার হাজার কোটি টাকার বেশি বিতরণ করেছে। অন্যদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দশ মাসে বিতরণ করেছে ৯ শত কোটি টাকার বেশি।
জানা গেছে, গত ২০১৯-২০ অর্থবছরেও কৃষিঋণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ব্যাংকগুলো। করোনা মহামারি শুরুর পর থেকে কৃষিঋণ বিতরনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রথমবারের মতো ঘাটতি দেখা দেয়।
আরও দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে কৃষি ঋণ বিতরণ হয় ২৩ হাজার ৬১৬ কোটি টাকা। ওই অর্থবছরে এখাতের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৮০০ কোটি টাকা।
এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে ২১ হাজার ৩৯৩ কোটি টাকা ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। ওই অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণের দায়িত্বে থাকা সাবেক এক নির্বাহী পরিচালক বলেন, ২০০৯ সালের পর থেকে প্রতিবছরই কৃষিঋণের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এর আগেও অনেক ক্ষেত্রে লক্ষ্যমাত্রার বেশিও ঋণ বিতরণ হতো বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরে ২২ হাজার ৭৪৯ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো। ওই অর্থবছরে কৃষিঋণ বিতরণে ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ১২৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের হার ৯৪ শতাংশ। তবে গত অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন না হলেও চলতি অর্থবছরের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বাড়ানো হয়।
সর্বশেষ গত মে মাসে ব্যাংকগুলো ১ হাজার ৫৯৭ কোটি ৬৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করে। যা এর আগের মাসে বিতরণ করা কৃষিঋণের তুলনায় ১৪ শতাংশ কম। গত এপ্রিলে ১ হাজার ৮৬৯ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো।
একমাত্র কৃষিখাত নিয়ে কাজ করা বাংলাদেশ কৃষি ব্যাংক লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ দশমিক ৭৮ শতাংশ বিতরণ করেছে। এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘জুনের মধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। গত দুদিনে প্রায় চারশত কোটি টাকার বেশি বিতরণ করেছি। আমাদের সকল কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন একারণেই লক্ষমাত্রা অর্জণে সফল হবো। এছাড়া করোনাকালীন কৃষি প্রণোদনা প্যাকেজে যে ঋণ বিতরণ করেছি সে হিসাব এখানে আসেনি তাহলে বিতরণের পরিমাণ আরও অনেক হতো।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বিভাগের (জিএম) মু. আব্দুল হাকিম বলেন, কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার প্রায় ৮৩ শতাংশের বেশি। অনেক ব্যাংক এরই মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অনেকে জুনের মধ্যে করে ফেলবে। তবে আমি কোন প্রতিষ্ঠান নিয়ে আলাদা মন্তব্য করব না।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, জনতা ব্যাংক কৃষি ঋণ বিতরণ করেছে ১ হাজার ৫৯৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় বিতরণের হার ৮৬ শতাংশ। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি ব্যাংকের কৃষিঋণ বিতরণের হার তুলনামূলক অনেক কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাস পর্যন্ত এবি ব্যাংক লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক লক্ষ্যমাত্রার ২৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৩২ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লক্ষ্যমাত্রার ৫৪ শতাংশ কৃষিঋণ বিতরন করতে পেরেছে।
তথ্য অনুযায়ী, গত মে মাস পর্যন্ত কৃষি খাতে ৪ হাজার ১৯৪ কোটি টাকার খেলাপি ঋণ ছিল। যা এখাতের বিতরণ করা ঋণের স্থিতির ৯.২৭ শতাংশ। বিতরণ করা ঋণের স্থিতি ছিল ৪৫ হাজার ২৩৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে আগে বিতরণ করা কৃষি ঋণের মধ্যে থেকে আদায় হয়েছে ২৩ হাজার ৪৩৭ কোটি টাকা।