Top

বঙ্গবন্ধু শিল্প নগরের সবুজায়নে মার্কেন্টাইল ব্যাংক

১৯ জুন, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শিল্প নগরের সবুজায়নে মার্কেন্টাইল ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :

মার্কেন্টাইল ব্যাংক ফেনী ও চট্টগ্রাম জেলায় বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের লক্ষে বৃক্ষরােপন কর্মসূচি শুরু করেছে ।

গত শুক্রবার মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মােঃ কামরুল ইসলাম চৌধুরী টারমানিলিয়া মেটালিকা ( সবুজ ) নামে একটি বৃক্ষ রােপনের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম উদ্বোধন করেন ।

ব্যাংকের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ – বেজার নির্বাহী চেয়রম্যান ( সচিব ) পবন চৌধুরী ।

বৃক্ষরােপনে অংশ নিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি কামরুল ইসলাম চৌধুরী বলেন , বৈশ্বিক উষ্ণতায় ক্রমাগত ঝুঁকি বাড়ছে দেশের । তাই অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে সকলের প্রতি আহবান জানান তিনি ।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বৃক্ষরােপনের মাধ্যমে সবুজায়নে মার্কেন্টাইল ব্যাংককে সুযােগ করে দেয়ায় তিনি সরকার ও বেজা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ও বেজা’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

শেয়ার