Top

সোমবার ২০৪ ইউপি নির্বাচন; বন্ধ থাকবে স্ব স্ব এলাকার ব্যাংক

২০ জুন, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
সোমবার ২০৪ ইউপি নির্বাচন; বন্ধ থাকবে স্ব স্ব এলাকার ব্যাংক

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ঝালকাঠি পৌরসভা ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচনসহ সারাদেশে ২০৪ ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে তফসিলি ব্যাংকের স্ব স্ব এলাকার সকল শাখা আগামীকাল সোমবার বন্ধ থাকবে।

রোববার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এর মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচনী এলাকাধীন যে সকল স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সে সকল স্থাপনায় তফসিলি ব্যাংকের স্ব স্ব এলাকার সকল শাখা বন্ধ থাকবে।’

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, ২০৪ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল সোমবার নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জনন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

এরআগে গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় তার আসনটি ২২ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণা গেজেট নির্বাচন কমিশনে পাঠানো হলে গত ৩ মার্চ উপ-নির্বাচনের তফসিল দেয় ইসি। ১১ এপ্রিল ভোটের তারিখ থাকলেও পরবর্তীতে করোনার কারণে পিছিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকার মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এনে ২০২০ সালের ৭ জুন আটক করেছিল। তারপর বিচারকাজ শেষে দেশটির আদালত ২৮ জানুয়ারি রায় দেন। তার স্ত্রী সেলিনা ইসলামও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।

শেয়ার