দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে, সেসব হলের শতভাগ শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এ টিকা কার্যক্রম কবে থেকে এবং কীভাবে শুরু হবে তার সঠিক কোন তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আবাসিক হলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। আমরা অন্তত এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়ার পরই তাদের হলে প্রবেশের ব্যবস্থা করব।’
নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কথা থাকলেও এখনো তা শুরুই হয়নি। এমনকি টিকার জন্য নিবন্ধন করার বিষয়ে নেই কোনো পরিষ্কার দিকনির্দেশনা। এমন পরিস্থিতিতে হতাশ শিক্ষার্থীরা। আর স্বাস্থ্য অধিদপ্তর এখনো অপেক্ষায় আছে ইউজিসির পূর্ণাঙ্গ তালিকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেছেন, ‘‘আমাদের শিক্ষার্থীরা কীভাব ভ্যাকসিনেশন গ্রহণ করবে তার একটি পরিষ্কার কর্মকৌশল যদি স্বাস্থ্য মন্ত্রণালয়-স্বাস্থ্য অধিদপ্তর পরিষ্কার করে তাহলে মনে হয় সবার জন্য কল্যাণকর হবে।’’
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইউজিসির কাছ থেকে পূর্ণাঙ্গ তালিকা পেলেই নেয়া হবে ব্যবস্থা। অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলনে, বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের এ টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে নামের তালিকা আসতে হবে এবং এটি অবশ্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমেই আসতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তিনি বলেছেন, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে।
তিনি বলেন, চীনের সঙ্গে চুক্তির পর আমরা জুন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে সিনোফার্ম ভ্যাকসিন পাব। প্রথম দিকে অগ্রাধিকারের ভিত্তিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আমরা চাই, টিকা নেওয়ার পর তারা আবারও স্বাভাবিক পড়ালেখার পরিবেশে ফিরে আসুক।
এদিকে, সিনোফার্মের টিকা শিক্ষার্থীদের আগে দিতে নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীরও। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে বলেন, তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, চীনের টিকা সামনের দিকে আমরা যেটা কিনব সেটা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার জন্য।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিশ্চিত না হলেও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে প্রয়োগ শুরু হয়েছে। গত ১৯ (শনিবার) চীন সরকারের উপহারের ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে করোনা প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথমদিন শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থীদের মাঝে এই টিকা দেয়া হলেও রোববার থেকে সাধারণ মানুষের জন্যেও উন্মুক্ত করে দেয়া হয়।