Top
সর্বশেষ

জুলাই প্রথম সপ্তাহ থেকে অনলাইনে নোবিপ্রবিতে সেমিষ্টার পরীক্ষা শুরু

২৩ জুন, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
জুলাই প্রথম সপ্তাহ থেকে অনলাইনে নোবিপ্রবিতে সেমিষ্টার পরীক্ষা শুরু

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) তে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে পরীক্ষা শুরু হবে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এ সিদ্বান্তে নেওয়া হয়। ২৩ শে জুন ( বুধবার) সকালে অনলাইনে নোবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরে পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত সিদ্বান্ত জানানো হয়। এতে পূর্বের একাডেমিক কাউন্সিলের সিদ্বান্ত অনুযায়ী জুলাই থেকে স্বশরীরে সেমিষ্টার পরীক্ষা গ্রহণের সিদ্বান্ত বাতিল করে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্বান্ত নেওয়া হয়।

নতুন সিদ্বান্ত অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে। পবিত্র ঈদুল আজহারের আগেই সেমিষ্টার পরীক্ষা শেষ করার কথা জানানো হয় উক্ত সভায়।

পরীক্ষার মানবববন্টন পদ্ধতি সম্পর্কে সভা থেকে জানানো হয়, স্বাভাবিক সেমিষ্টার পরীক্ষার মতো ৪ ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট ৭০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত অংশের ৩০ ও এমসিকিউ অংশের ১০ এই ৪০ নম্বরের জন্য ১ ঘন্টা ১৫ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। লিখিত ৩০ এর মধ্যে যেখানে ৮ টি প্রশ্ন থেকে ৬ টি প্রশ্ন ৫ নম্বর করে উত্তর দিতে হবে। তারপরে উত্তরপত্র পিডিএফ করে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে জমা দিতে হবে । বাকী ২ ঘন্টা ৩০ মিনিট ৩০ নম্বরের উপর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় থেকে আরো জানানো হয়, পরীক্ষার শুরুতে ক্যামেরায় পুরো রুম ভিডিওতে দেখাতে হবে কোথায় কি আছে পরীক্ষার খাতা ক্যামোর সামনে রাখতে হবে যাতে স্পষ্ট বুঝা যায় সবকিছু। পুরো পরীক্ষায় ২ জন পরীক্ষক থাকবেন এবং দুজন আলাদা আলাদা নাম্বার লিখে জমা দিবেন, কেউ কাউকে দেখাতে পারবেনা।

শেয়ার