Top

বিচ হ্যাচারির শেয়ারের দর কারসাজি, ৫ জনকে ১ কোটি টাকা জরিমানা

২৯ জুন, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ
বিচ হ্যাচারির শেয়ারের দর কারসাজি, ৫ জনকে ১ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিচ হ্যাচারির লিমিটেডের শেয়ার দর কারসাজির দায়ে ৫ জনকে ১ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসি এই সংক্রান্ত চারটি পৃথক আদেশ জারি করেছে।

সূত্র মতে, বিএসইসি বিচ হ্যাচারির পরিচালক ফাহমিদা ইসলামকে ১২ লক্ষ টাকা, মেঘনা চিংড়ি লিমিটেডকে ২৫ লাখ টাকা, সৈয়দ নূর আহমেদকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। কারসাজির জন্য বিএসইসি সায়েফ উল্লাহকে ১০ লাখ টাকা এবং মফিদুল হককে ৫০ লাখ টাকা জরিমানা করেছে। তবে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম মারা যাওয়ায় তাকে আর্থিক জরিমানা থেকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে ২০১১ সালে বাজারে কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক উত্থান-পতন হয়। এই জন্য বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। বিএসইসি অধিকতর তদন্তের জন্য ২০১২ সালের ২ ডিসেম্বর আরও একটি কমিটি গঠন করে।

কমিটি বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার ব্যবসায়ীদের তথ্য / উপাত্ত পর্যালোচনা, বিশ্লেষণ ও তদন্ত করেছে বলে সাম্প্রতিক আদেশে বলা হয়েছে।

২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর, ২০১০ এর মধ্যে মূল্য সংবেদনশীল তথ্য ঘোষণার পরে ২৩ মাসে কোম্পানির শেয়ারের দাম ৫ টাকা ৮০ পয়সা থেকে ১১৯ টাকা ১০ পয়সা বা ১৯৫৩ শতাংশ বেড়েছে।

১২ ই এপ্রিল, ২০০৯ এ প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে, পরিচালনা পর্ষদ বিদেশি বিনিয়োগ বা স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিলের প্রাপ্যতা সাপেক্ষে ৪ (চার) সমুদ্রগামী স্টীলের ট্রলার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সংস্থাটি বাংলাদেশ কৃষি ব্যাংকে আবেদন করেছিল বলে জানিয়েছে।

৭ মে, ২০০৯ এ প্রতিষ্ঠানটি ২০০৮ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাব দেয়।

পরে প্রতিষ্ঠানটি ২০০৯ সালের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে এবং ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৩ টাকা প্রিমিয়ামসহ ১৩ টাকায় ২:১ রাইট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

এই সময়ে কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। পরে ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ৪১ লাখ ১৫ হাজার শেয়ার, পরিচালক ফাহমিদা ইসলাম ৫ লাখ শেয়ার বিক্রি করে, কর্পোরেট পরিচালক মেঘনা শ্রিম্প কালচার ৭ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয় করেছেন, নজরুল ইসলাম, পরিচালক (অবসরপ্রাপ্ত নয়) ১৮ লাখ ৪ হাজার ৮০০ শেয়ার, যুব কর্মসংস্থান সোসাইটির কর্পোরেট পরিচালক ১২ লাখ ৩৩ হাজার শেয়ার এবং সৈয়দ নূর আহমেদ পরিচালক বিচ হ্যাচারির ৫ লাখ শেয়ার বিক্রি করেছেন।

এই সময়ের মধ্যে কোম্পানির মোট ৭২ লাখ ৫৬ হাজার ৮০০ শেয়ার কোম্পানির পরিচালকরা বিক্রি করেছিলেন, যা ৩১ শে ডিসেম্বর, ২০০৯-এ মোট সংখ্যার ৩৩ শতাংশ।

“শেয়ারের দাম বাড়াতে প্রভাবিত করে উল্লিখিত সংস্থার উদ্যোক্তা পরিচালকরা প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করে এবং বেশি দাম থেকে সুবিধা পেয়েছে,” ।

শেয়ার বিক্রি শেষ হলে বিচ হ্যাচারি ৪(চার) সমুদ্রগামী স্টিলের ট্রলার নির্মান সিদ্ধান্ত বাতিল করে। তবে, উল্লিখিত সংস্থাটি বাল্কের পরিমাণের বেশি পরিমাণে বিক্রয় করার সময় বাতিলকরণের বিষয়ে উল্লিখিত মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেনি।

কোম্পানির পরিচালকরা ৪(চার) সমুদ্রগামী স্টিলের ট্রলার জালিয়াতি বা প্রতারণা হিসাবে অর্জনে নিযুক্ত ছিলেন। এছাড়াও, ফাহমিদার বিএসইসি (সাবস্টিটিভ শেয়ার অ্যাকুইজেশন) বিধি, ২০০২ লঙ্ঘন করেছে বলে কমিটি জানিয়েছে।

৫ জানুয়ারী, ২০০৯ থেকে ডিসেম্বর ১, ২০১০ পর্যন্ত বিচ হ্যাচারির শেয়ারের দাম বৃদ্ধির সময় এনবিএল সিকিউরিটিজের গ্রাহক মোহাম্মদ সাইফ উল্লাহ এবং ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের গ্রাহক এসএম মাফিদুল হক সৈকত হ্যাচারির শেয়ারের দাম নিয়েছিলেন এবং বিপুল পরিমাণে আয় করেছিলেন ।

উল্লেখ্য, বিচ হ্যাচারি লিমিটেড ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পানিটি জেড ক্যাটাগড়িতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪১ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ারের ৩৪ দশমিক ৯৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ১৭ দশমিক ৬৫ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৭ দশমিক ৩৮ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

শেয়ার