Top

স্বামীর মৃত্যুর ১০ দিন পর চবির সাবেক অধ্যাপক ড. খালেদারও মৃত্যু

০৪ জুলাই, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
স্বামীর মৃত্যুর ১০ দিন পর চবির সাবেক অধ্যাপক ড. খালেদারও মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খালেদা হানুম মারা গেছেন। রোববার (৪ জুলাই) ভোররাতে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আসরের নামাজের পর চান্দগাঁও বি-ব্লক জামে মসজিদে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

সাবেক এই অধ্যাপকের মৃত্যুতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে মাত্র ১০ দিন আগে গত ২৪ জুন অধ্যাপক ড. খালেদা হানুমের স্বামী চবির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী মারা যান।

অধ্যাপক ড. খালেদা হানুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি চবির বাংলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন। ১৯৬৮ সালে চবি থেকে এমএ ডিগ্রি লাভ করে ১৯৬৯ সালে তিনি প্রভাষক হিসেবে অধ্যাপনা জীবন শুরু করেন। পিএইচডি গবেষণা করেছেন ‘বাংলাদেশের ছোটগল্প’ বিষয়ে।

শেয়ার