পুঁজিবাজারেতালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড দেশের সর্বোচ্চ বহুজাতিক টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ কোম্পানির সঙ্গে সিকিউরিটি সার্ভিস দেওয়ার চুক্তি করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চুক্তির ফলে কোম্পানিটির বছরে আয় বাড়বে ২৪ কোটি টাকা করে। মঙ্গলবার (০৬ জুলাই) এ চুক্তির বিষয়ে অনুমোদন দিয়েছে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ।
চুক্তি অনুযায়ি, আগামী ৩ বছর সিকিউরিটি সার্ভিস দেবে জেনেক্স ইনফোসিস। এক্ষেত্রে ৩৬০ ডিগ্রী ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক সিকিউরিটি সল্যুশন সার্ভিসসহ মনিটরিং ও চুরি থেকে সুরক্ষা দেওয়া হবে।
এই সার্ভিস থেকে আগামি ৩ বছর ২৪ কোটি টাকা করে আয় হবে বলে ধারনা করছে জেনেক্স ইনফোসিস কর্তৃপক্ষ।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস