জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন হলে এক ব্যাক্তির লাশ পাওয়া গেছে। নিহতের নাম অলিউর রহমান (২৩)। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ চিহ্নিত করতে পারেনি কর্তৃপক্ষ। নির্মাণাধীন প্রতিষ্ঠান দাবি করেছে, ওই ব্যাক্তি তাদের শ্রমিক নয়।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে হলের মেঝেতে এই লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ইনভেস্টিগেটিভ অফিসার এস.আই নাসের হোসেন বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি। নিহতের বাবার নাম তাইজুদ্দিন তাজু। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় ইব্রাহিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।’
এ বিষয়ে নির্মাণাধীন হলের কনস্ট্রাকশন কোম্পানীর ম্যানেজার খোকন বলেন, কিভাবে মারা গেছেন তা বুঝা যাচ্ছে না। সে আমাদের শ্রমিক নয় এটা নিশ্চিত। সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই বুধবার রাত তিনটার দিকে তিনজন ব্যক্তি ভাসানী হলের দেয়াল টপকে নির্মাণাধীন হলে প্রবেশ করে। এরপর তিনটা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে একজন লোক পড়ে রয়েছে। তবে বাকি দুইজনের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি। দেখে মনে হচ্ছে ২৫ থেকে ৩০ বছরের যুবক হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানিয়েছি।
এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার(নিরাপত্তা) মোঃ জেফরুল হাসান চৌধুরী বলেন, “নির্মাণাধীন হলের দিকে একজন মারা যাওয়ার খবর পাওয়ার পরই সেখানে গিয়ে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবে।”
পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন জানান, “সিসিটিভির ফুটেজ থেকে জানতে পেরেছি ভোরের দিকে তিনজন ব্যক্তি দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এর মধ্যে একজনকে সকালে মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এসে ময়নাতদন্ত করার পর যে রিপোর্ট আসবে তার উপর ব্যবস্থা নেয়া হবে।”
উল্লেখ্য, গত ২৭ মে একই হলের ৬ তলা থেকে পড়ে শাহেদ আলী নামের এক শ্রমিক মৃত্যুবরণ করেন।