করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেষেধে পবিত্র ঈদুল আযহা পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে সীমিত সংখ্যক লোকবল ও শাখার মাধ্যমে চলবে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। সে প্রেক্ষিতে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ চালু রাখাতে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) সার্কুলার ইস্যু করে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে আগামী ১৫, ১৮ এবং ১৯ জুলাই সকল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। ২৫ জুলাই থেকে ০৫ আগস্ট সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা রাখা যাবে।
এছাড়া বিধি-নিষেধ চলাকালে গ্রাহকের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমা গ্রহণসহ জরুরি আর্থিক সেবা প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঢাকায় এক টি শাখা ও ঢাকার বাহিরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ খোলা রাখা যাবে।
চিঠিতে আরও বলা হয়েছে, অফিস খোলা থাকাকালীন মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালনপূর্বক সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সেবা প্রদান করতে হবে। বিধি-নিষেধ চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের জন্য স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বহন করতে হবে।