Top

নতুন প্রকল্পে ১৭৬ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয়

১৫ জুলাই, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ণ
নতুন প্রকল্পে ১৭৬ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয়
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ স্পিনিং প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটি ১৭৬ কোটি টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় ফ্যাক্টরি প্রাঙ্গণে নতুন প্রকল্প স্থাপন করবে। নতুন এ প্রকল্প থেকে বছরে ৩ হাজার ৭১০ মেট্রিকটন কটন-পলিয়েস্টার-স্প্যানডেক্স কোর-স্পিন সুতার উৎপাদন করবে। এতে কোম্পানিটির খরচ হবে ১৭৬ কোটি ১৯ লাখ টাকা।

এই প্রকল্পের কাজ ২০২২ সালের জুলাই মাসে শেষ হবে। প্রকল্পটি অত্যাধুনিক রিং স্পিনিং উৎপাদন সুবিধাসহ সমস্ত ইউরোপীয় এবং জাপানি মেশিনারির সাথে কনফিগার করা হয়েছে।

প্রকল্পে যে ব্যয় ধরা হয়েছে এর মধ্যে কোম্পানির অবন্টিত মুনাফা থেকে ৫৬ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করা হবে। আর বাকি ১২০ কোটি টাকার সংস্থান করা হবে ব্যাংক ঋণের মাধ্যমে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার