Top

এইচ.আর টেক্সটাইলের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

১৮ জুলাই, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
এইচ.আর টেক্সটাইলের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ.আর টেক্সটাইলের নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেসভ্যালুসহ ১২৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৮৭৮ টাকার বন্ড ইস্যু করবে। কোম্পানিটির প্রতি বন্ডের মূল্য হবে ১ লাখ টাকা। বন্ডটি ৩ থেকে ৭ বছরে ম্যাচিউরিটি হবে।

এই বন্ড ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীরা ইস্যু করতে পারবে। বন্ড ইস্যু থেকে উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ, কারখানার সম্প্রসারণ এবং পুনঃনির্মাণের জন্য ব্যবহৃত হবে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার