২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রথম তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের আগামী ৫ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
জানা গেছে, ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের জন্য হাদিস শরিফ ও পদার্থ বিজ্ঞান, দ্বিতীয় সপ্তাহের জন্য ইসলামের ইতিহাস, তাজভীদ (হিফজুল কোরআন), তাজভিদ, নসর ও নজম, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান এবং তৃতীয় সপ্তাহের জন্য হাদিস শরিফ ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।।
প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ২৪ ও ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দেয়ার কথা জানান। এসএসসি পরীক্ষার্থীদের এই ২৪টি অ্যাসাইনমেন্ট ১২ সপ্তাহে সম্পন্ন করা হবে।