শোকাবহ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে পহেলা আগস্ট থেকে কন্টেন্ট রাইটিং ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিয়েটিভিটি এনহেন্সমেন্ট সোসাইটি (জেএনইউসিইএস)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতাটি পহেলা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে। পনেরো দিন ব্যাপী এই আয়োজনটি সকল জবিয়ানদের জন্যে উন্মুক্ত। একজন প্রতিযোগী সবগুলো ক্যাটাগরিতেই অংশগ্রহণ করতে পারবে। “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিয়েটিভিটি এনহেন্সমেন্ট সোসাইটি (জেএনইউসিইএস)” এর ফেসবুক গ্রুপের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিযোগিতায় কন্টেন্ট লেখা সর্বোচ্চ ৩০০ শব্দের আর কবিতা সর্বোচ্চ ১৮ লাইনের হতে হবে। কন্টেন্ট ও কবিতায় বাংলাদেশ প্রেক্ষাপটে যেকোন লেখা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে হবে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ২০ টি প্রশ্নের কুইজ অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী দুইটি বিভাগেও অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিদের কন্টেন্ট এবং কুইজ মূল্যায়ন পদ্ধতি হিসেবে বলা হয়েছে, কন্টেন্ট রাইটিং বা কবিতা লেখার সেগমেন্টে ৫০% লিখিত কন্টেন্ট বা কবিতার মানের উপর এবং বাকি ৫০% সেই পোস্টের লাইক, কমেন্ট এর উপর মার্কিং করা হবে। প্রতি কুইজের সঠিক উত্তরের জন্য থাকবে ১ মার্ক। উত্তর ভুল হলে কোনো নেগেটিভ মার্কিং নেই। একজন প্রতিযোগী একবারই কুইজে অংশগ্রহণ করতে পারবে। কন্টেন্ট বা কবিতা সম্পূর্ণ নিজের লেখা হতে হবে। কোনো রকম ভাবে কপি করে নিয়ে পোস্ট করা যাবেনা। কোথাও থেকে কপি করে পোস্ট করলে পরবর্তীতে সেই পোস্ট বাতিল করে দেয়া হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কারের ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে “পার্টিসিপেশন সার্টিফিকেট”। প্রতিটি সেগমেন্টের প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীর জন্য থাকবে “প্রশংসা সার্টিফিকেট ও বিশেষ কিছু উপহার”। এছাড়াও জেএনইউসিইএস এর পেইজ থেকে বিজয়ীদের পোস্টার পাবলিশ করা হবে।