Top

প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের টিকা নিতে হবে ১১ আগস্টের মধ্যে

২৯ জুলাই, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের টিকা নিতে হবে ১১ আগস্টের মধ্যে
নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসজনিত রোগ প্রতিরোধে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট সবাইকে আগামী ১১ আগস্টের মধ্যে করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। পরদিন অর্থাৎ ১২ আগস্টের মধ্যে টিকার তথ্য অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ প্রতিরোধে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট সবাইকে করোনার টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্টের মধ্যে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এমতাবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী টিকা গ্রহণ করেছেন, তার তালিকা এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের তালিকাসহ উভয় তালিকা ১২ আগস্টের মধ্যে অধিদফতরে পাঠাতে অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষকদের টিকাদান নিশ্চিত করা হবে। এ কারণে সবাইকে বাধ্যতামূলক টিকা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, কারা টিকা নিচ্ছেন, কারা নিচ্ছেন না, টিকা নেওয়ার পর কী অবস্থা, এসব বিষয়ে জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে করোনার টিকা কর্মসূচি শুরু হওয়ার পর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকদের করোনাভাইরাসের টিকা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে এ নির্দেশনা মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

তাতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলে সব বিদ্যালয় খুলে দেওয়া হবে। বর্তমানে ভাইরাস থেকে মুক্ত থাকতে সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টিকা গ্রহণ করতে হবে।

শেয়ার