আগামী ১০ আগস্ট থেকে ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হবে। সকাল এবং দুপুর দুই পর্বে ভাগ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে দুপুর ১২টায় দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরুর কথা বলা হলেও দুপুর ২টা থেকে এই পরীক্ষা শুরু হবে।
সোমবার (২ আগস্ট) সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ আগস্ট থেকে অনুষ্ঠেয় ৪২তম বিসিএসে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের স্থগিত মৌখিক পরীক্ষা দুটি পর্বে সকাল ১০টা এবং দুপুর ২টা (১২টার পরিবর্তে) হতে শুরু হবে।
উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের সুবিধার্থে৷ সকাল ১০টায় অনুষ্ঠেয় পরীক্ষা শেষ হলে দুপুর ২টা থেকে দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’