Top

বন্ধুত্ব নিয়ে রাবি শিক্ষার্থীদের ভাবনা

০৪ আগস্ট, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
বন্ধুত্ব নিয়ে রাবি শিক্ষার্থীদের ভাবনা
রায়হান ইসলাম, রাবি :

বন্ধুত্ব কেবল কোন সম্পর্কে নাম নয়, বন্ধুত্ব হলো আবেগ-অনুভূতি বেদনা ও ভালোবাসার সংমিশ্রণ। এ সম্পর্ক খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমনি ভুলে যাওয়া অসম্ভব। বিখ্যাত জি. র‍্যান্ডলফ বলেছেন, ‘প্রকৃত বন্ধু খুজে পাওয়া কঠিন, ছেড়ে যাওয়া আরো কঠিন আর ভুলে যাওয়া অসম্ভব। ‘আয়না যেমন আমাদের সকল দোষগুণ ধরিয়ে দেয়, তেমনি প্রকৃত বন্ধুও এসব দোষগুণ ধরিয়ে দিয়ে জীবনকে করে তোলে সুন্দর ও অর্থবহ। সুতরাং জীবনের আসল স্বাদ আস্বাদন করতে বন্ধু প্রয়োজন। বন্ধু দিবসে বন্ধুত্বের প্রয়োজনীয়তা দিক তুলে ধরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলুন তবে দেখা যাক জীবনে চলার পথে একজন বন্ধু কেন প্রয়োজন-

‘বন্ধুত্ব হচ্ছে একটি অনুভূতির নাম’

বন্ধুত্ব হলো একটি অনুভূতির নাম। যেখানে থাকে অগাধ বিশ্বাস ও ভালবাসা এবং থাকে আত্মার সাথে আত্মার টান। পৃথিবীর এই নিঃস্বার্থ সম্পর্কের নামই বন্ধুত্ব। স্বার্থহীন এক চাওয়া-পাওয়ার মেলবন্ধনেই বন্ধু্ত্বের সৃষ্টি। যেখানে শুধু থাকে পাশে দাড়ানোর আশ্বাস আর একে অপরের একটুখানি সুখ-দুঃখকে ভাগ করে নেয়ার প্রতিশ্রুতি। সুতরাং জীবনে চলার পথে একজন হলেও প্রকৃত বন্ধু প্রয়োজন। আর একজন প্রকৃত বন্ধু হওয়ার যোগ্যতা সেই রাখে, যে নিঃস্বার্থভাবে ভালবেসে সর্বদা পাশে থাকতে জানে। তাই বিপদে পালিয়ে না গিয়ে সঠিক পথ দেখানোই প্রকৃত বন্ধুর উদ্দেশ্য। সুতরাং বন্ধুত্বের সম্পর্কটা হওয়া উচিত, যেখানে থাকবে অগাধ বিশ্বাস, রাগ, অভিমান, খুনসুটি ও ভালবাসা সংমিশ্রণ। বন্ধু ছাড়া স্বাভাবিক জীবন চলতে পারে না। তাই চলার পথে প্রত্যেকের জীবনেই বন্ধু নামের এই বিশ্বস্ত সম্পর্কটা প্রয়োজন। জয় হোক সকল বন্ধুত্বের।

রত্না আক্তার দিশা
দর্শন বিভাগ, রাবি

‘স্বার্থহীন সম্পর্কের নাম বন্ধুত্ব’

রক্তের সম্পর্কের বাইরে চমৎকার বোঝাপড়া অার অগাধ বিশ্বাস ও ভালোবাসায় সৃষ্ট এক মধুর সম্পর্কের নাম বন্ধুত্ব। মনের গোপন ব্যথা, চলার পথে জটিল সমস্যা কিংবা একাকীত্ব জীবনের বিষাদময় মূহুর্ত দূরীকরণে বন্ধু অনন্য। সুতরাং প্রত্যকের জীবনে বন্ধু থাকা প্রয়োজন। কোনো লিখিত দলিল ছাড়াই গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্ক। যার গুরুত্ব অপরিসীম। তাই জীবনের পূর্ণতাণায়নে প্রকৃত বন্ধু খুব জরুরি। তাছাড়া প্রবল অনু্ভূতির সাথে সম্পৃক্ত এই বন্ধুত্বের সম্পর্ক। যার স্তম্ভ অান্তরিকতা, স্বচ্ছতা ও ভালোবাসা। সুতরাং,অগাধ শ্রদ্ধা, বিশ্বাস, অার নিখাদ ভালোবাসার সংস্পর্শে চিরকাল বেঁচে থাকুক সকল বন্ধুত্বের বন্ধন। বন্ধু দিবসে এমনটাই প্রত্যাশা।

এম কামিল আহমেদ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,রাবি।

বন্ধু ছাড়া জীবন, স্বাদহীন তরকারির মতো!

বন্ধুত্ব হলো মানুষের হৃদয়ে এক অনুভূতিমূলক সম্পর্ক। যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে আবেগ,অনুভূতি ও ভালোবাসা। বন্ধুত্ব হতে পারে যেকোন বয়সী মানুষের সাথে। আত্মার সাথে আত্মার টান আছে এমন দুটি দেহে বন্ধুত্বের সম্পর্কটা বিরাজ করে। যদিও বন্ধুত্ব নিয়ে প্রচলিত অনেক ধারণা ও বিশ্বাস রয়েছে। তবে প্রকৃত বন্ধু তারাই, যারা বিপদের সময় ঢাল হয়ে পাশে থাকে এবং যাদের সামনে খুচরো পয়সার মতো নিজেকে বিলিয়ে দেওয়া যায়। তাই কণ্টকাকীর্ণ এই পথযাত্রায় একজন হলেও প্রকৃত বন্ধু দরকার। যার কাছে নির্দ্ধারিত অপ্রকাশিত সকল আবেদ, অনুভূতি, দুঃখ-কষ্ট, মান-অভিমান ও ভালবাসা প্রকাশ করা যায়। কেনান, বন্ধু ছাড়া জীবন, স্বাদহীন তরকারির মতো। যুগে যুগে টিকে থাকুক বন্ধুত্বের সম্পর্ক আর ভালো থাকুক সকল বন্ধুরা।

নবনীতা রায়
সমাজবিজ্ঞান বিভাগ, রাবি

‘বন্ধু ছাড়া জীবন নিঃসঙ্গ’

বন্ধুত্ব বলতে বুঝায়, যে মানুষ টার কাছে মনের গভীরে লুকিয়ে রাখা সব কথা নির্দিধায় বলে ফেলা যায় কিংবা অপ্রত্যাশিত সব আবদার, মান অভিমান, হাসিতামাশা, খুনসুটি ভালবাসা প্রকাশ করা যায়। বন্ধু হতে পারে মা-বাবা কিংবা অন্য কেউ। তবে বন্ধুরত্বের সম্পর্ক টা হওয়া উচিত, সর্বাবস্থায় একে অপরের সাথে যুক্ত থাকার মাধ্যমে মনের ভাব আদান-প্রদান করা। তাছাড়া বন্ধুত্বে বিশ্বস্ততা খুবই জরুরী। কথায় আছে, বিশ্বাস ভালোবাসার শক্তি। আর বন্ধুত্বে বিশ্বাস রক্ষা ভালোবাসা মাত্র বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমানে বন্ধুত্বের সম্পর্কগুলো তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপে খুব সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। যা খুবই অপ্রত্যাশিত। সুতরাং একজন প্রকৃত বন্ধু হিসেবে একে অন্যের প্রতি অগাধ বিশ্বাস ও ভালবাসা সর্বদা অটুট থাকা প্রয়োজন। আর প্রকৃত বন্ধু তো সে-ই, যে বিপদে বন্ধুর পাশে থাকে। বন্ধুর আবেগ অনুভূতি বুঝতে পেরে সেটার সঠিক মূল্যায়ন করে এবং বন্ধুর ভালোর জন্য নির্দ্বিধায় অনেক কিছু উৎসর্গের মানসিকতা রাখে। সুতরাং, আমাদের জীবনে বন্ধু থাকা খুব-ই গুরুত্বপূর্ণ।
আমার বন্ধু আমার মা। যার সাথে আমি সব সময় নির্দ্বিধায় সব কথা শেয়ার করে থাকি। তিনিও আমাকে সর্বদা সাপোর্ট করার পাশাপাশি আমার যে কোনো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওনার মতো একজন বন্ধু পেয়ে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।

সাদিয়া ইমু
ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজম্যান্ট

‘বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ’

বন্ধুত্ব শুধু সম্পর্কই না, একটা অনুভূতির নাম। যা তৈরি করা যায় না, হয়ে যায়। বন্ধু হচ্ছে আয়নার মত। সেখানে নিজের দোষ গুণ দেখা যায়। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আবার সেই বন্ধুই আসল, যাকে প্রচন্ড মনোকষ্টে আমরা মিস করি। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ ও বিষাদময়। যাকে ছাড়া জীবন পাড়ি দেয়া যায়, কিন্তু জীবনের সঠিক মানে উপলব্ধি করা যায় না। সুতরাং সাবার জীবনেই বন্ধু থাকা প্রয়োজন। আমার বন্ধুর সাথে আমার সম্পর্কটা উভয়মুখি। কখনো সে আমার অভিভাবক, তো কখনো সে ডিফেন্ডার! তবে বন্ধু দিবসে জয় হোক বন্ধুত্বের। চিরকাল ঠিকে থাকুক সকল বন্ধুত্বের বন্ধন।

মাহফুজার রহমান মাহফুজ
সমাজকর্ম বিভাগ, রাবি

শেয়ার