Top

যশোর শিক্ষাবোর্ডে ১৪ লাখ শিক্ষার্থীর স্টুডেন্ট প্রোফাইল হচ্ছে

০৪ আগস্ট, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
যশোর শিক্ষাবোর্ডে ১৪ লাখ শিক্ষার্থীর স্টুডেন্ট প্রোফাইল হচ্ছে
যশোর প্রতিনিধি :

অনলাইন স্টুডেন্ট প্রোফাইল নামে নতুন একটি সক্টওয়্যার তৈরি করেছে যশোর শিক্ষা বোর্ড। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এসব তথ্য এতে আপলোড করা হবে। শুরুতেই ১৪ লাখ শিক্ষার্থী এই সফটওয়্যারের আওতায় আসবে । গত ১৮ জুলাই এ প্রোফাইলের যাত্রা শুরু হয়েছে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রোফাইলটির দুটি দিক রয়েছে। একদিকে বোর্ড থেকে শিক্ষার্থীর সব অর্জন, যেমন সব নিবন্ধন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, রেজাল্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ পিডিএফ আকারে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষাথীর আইডির বিপরীতে আপলোড হবে, যা শিক্ষার্থীরা সারা জীবন ব্যবহার করতে পারবে। সনদ হারানোর কোন ভয় থাকবে না, বহনের কোন ঝুঁকি থাকবে না বা শ্রমের প্রয়োজন হবে না। যে কোন সময় আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে প্রিন্ট দিয়ে নিতে পরবে। উচ্চশিক্ষা বা চাকরির আবেদন অনলাইনে করার ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে লিংক দিলেই প্রয়োজনীয় তথ্য দ্বারা আবেদন ফরম স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।

এ ছাড়াও পার্সোনাল ইনফরমেশনে শিক্ষার্থী ব্যক্তিগত কোন অর্জন তার অপশনে আপলোড করতে পারবে। স্কুলের সব তথ্য যেমন ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময়ে প্রাইমারি সনদ, জন্মসনদ, টিকা কার্ড (যদি থাকে), বাবা-মার এনআইডি, প্রতিবছরের ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, সহপাঠ কার্যক্রমের বিবরণ, কৃতিত্বপূর্ণ কাজ, সমাজসেবামূলক কাজ প্রভৃতির বিবরণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিয়ত আপলোড করবে। প্রতি দুই-তিন বছর অন্তর সদ্য তোলা ছবি আপলোড করবে (পুরাতন ছবিও সংরক্ষিত থাকবে)। ফলে প্রবীণ বয়সেও তার সারাজীবনের তথ্য, ছবি প্রভৃতি সে অনলাইনে বহন করবে এবং যখন ইচ্ছা তখনই ওপেন করে দেখতে পারবে।

সহপাঠীরা কোথায় কেমন আছে তা নাম বা আইড দিয়ে সার্চ করে পেয়ে যাবে। পারস্পরিক কনভার্সেশন করতে পারবে, তথ্য বা ডকুমেন্ট আদায় প্রদান করতে পারবে, বোর্ডও যেকোন সময় সার্চ করে যে কারো বর্তমান অবস্থান জানতে পারবে। এই অনলাইনেই তাকে আমন্ত্রণপত্র বা জরুরী কোন পত্র, অভিনন্দন কার্ড প্রভৃতি পাঠাতে পারবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসায় প্রভৃতি বিষয়ে সহজে জরিপ করতে পারবে। শিক্ষার্থী বোর্ড ও মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই প্রোফাইল থেকেই সার্চ করতে পারবে।

বোর্ড নাম বয়স সংশোধনসহ যেকোন আবেদন এই অপশন থেকেই করতে পারবে। এটি হবে শিক্ষার্থীদের জন্য একটি সুপার বায়োডাটা আর বোর্ডের জন্য একটি অনলাইন তথ্যভান্ডার। শিক্ষার্থীরা সারাজীবন বোর্ডের সঙ্গে যুক্ত থাকবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানায় , প্রফেসর ড. মোল্যা আমীর হোসেন চেয়ারম্যান হিসেবে যোগদান করেই অনলাইন স্টুডেন্ট প্রোফাইলের ধারণাটি উদ্ভাবন করেন। তারপর বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বোর্ড চেয়াম্যান জানান প্রতিটা প্রতিষ্টানকে তথ্য আপলোড করতে নোটিশ দেয়া হয়েছে। আপলোডের কাজও দ্রুত চলছে।

তিনি বলেন, সফটওয়্যারটি তৈরি করেন বোর্ডের সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন, তদারক করেন কলেজ পরিদর্শক কে এম রব্বানী ও উপসককারী প্রকৌশলী কামাল হোসেন।

শেয়ার