খুলনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও খুলনাবাসীর জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের থেকে ডোনেশন সংগ্রহ করে ইতোমধ্যে ১৯ টি সিলিন্ডার ক্রয় করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় ১৫টি সিলিন্ডার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ও ৪ টি সিলিন্ডার বিশ্ববিদ্যালয় দুইটি ছাত্র সংগঠনের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষক সমিতির পক্ষে সভাপতি ড. ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক ড. তানজিল সওগাত সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য শিক্ষকদের পক্ষে সিলিন্ডারগুলো গ্রহণ করেন। পরে সেগুলো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে হস্তান্তর করা হয়। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন বাঁধন ও রোটারেক্ট ক্লাবের সদস্যরা সিলিন্ডার গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও উপ-উপাচার্য অধ্যাপক মোসাম্মাৎ হোসনে আরা শিক্ষক সমিতির এ মানবিক উদ্যোগের সাধুবাদ জানান। ছাত্র সংগঠনের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তানজিল সওগাত বলেন, অন্যান্য দুর্যোগের মতো করোনা মহামারীর এ দুর্যোগ মোকাবেলায়ও আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক এ মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির ভয়াবহতার উপর ভিত্তি করে এ কার্যক্রমের পরিধি আরো বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখা হবে।