দেশের ব্যাংকগুলোকে বছরে শূণ্য দশমিক ২৫ শতাংশ অনুপাতে লিভারেজ বাড়িয়ে আগামী চার বছরে ১ শতাংশ লিভারেজ বাড়ানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লিভারেজ বাড়ানোর প্রক্রিয়া শুরম্ন হবে ২০২৩ সালে। প্রস্তুতির জন্য সময় পাবে ২০২২ সাল পর্যন্ত। ব্যাসেল-৩ কাঠামো অনুযায়ী ব্যাংকের মোট টিয়ার-১ মূলধন ও মোট সম্পদের অনুপাতকে লিভারেজ অনুপাত বলা হয়।
বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০১৯ সাল থেকে দেশের ব্যাংকিং খাতে সম্পূর্ণরূপে ব্যাসেল-৩ বাস্তবায়ন করা হলেও ঝুঁকি-ভিত্তিক মূলধন পর্যাপ্ততার ন্যায় ব্যাংকের লিভারেজ অনুপাত তুলনামুলকভাবে কাম্যস্তরে বৃদ্ধি পায়নি। লিভারেজ অনুপাত কাঙ্কিত পর্যায়ে উন্নীতকরণের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে তফসিলি ব্যাংকসমূহের আমদানি ব্যয় হ্রাস পাওয়ার পাশাপাশি সামগ্রিক আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এছাড়া লিভারেজ অনুপাত বৃদ্ধি পেলে ব্যাংকের গুনগত মূলধন বৃদ্ধি পাবে। যার ফলে অপ্রত্যাশিত ক্ষতির বিপরীতে ব্যাংকের ঝুঁকি সহনশীলতাও বৃদ্ধি পাবে।
আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্য বিধানকল্পে ব্যাংকগুলোকে লিভারেজ অনুপাত ২০২৩ সাল হতে বাৎসরিক ০.২৫ শতাংশ হারে ক্রমান্বয়ে বৃদ্ধি করে বিদ্যমান ৩ শতাংশের স্থলে ২০২৬ সালে ৪ শতাংশে উন্নীত করতে হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে।
এর আগে ২০১৪ সালে জারি করা গাইডলাইন্স অন রিস্ক বেইজড ক্যাপিটাল এডুকেসির প্রতি ব্যাংকগুলোকে দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ওই গাইডলাইন্সের ৪ নং অনুচ্ছেদের মাধ্যমে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার্থে এবং ব্যাংকের মূলধন ও দায়ের মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষার্থে ব্যাসেল-৩ কাঠামোর আলোকে ঝুঁকি-ভিত্তিক মূলধন পর্যাপ্ততার পাশাপাশি তফসিলি ব্যাংকসমূহকে ২০১৫ সাল হতে ন্যূনতম শতকরা ৩ শতাংশ লিভারেজ অনুপাত সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। ওই গাইডলাইন্সের ৪.৪ নং অনুচ্ছেদে ২০১৭ সাল হতে লিভারেজ অনুপাত পুনর্বিন্যাস করার পরিকল্পনার বিষয় উল্লেখ করা হয়েছিল।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।