বাংলাদেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক চিত্র তুলে ধরে প্রকাশিত হয় সাপ্তাহিক শিক্ষা বিচিত্রা-র গবেষণা প্রকল্প ‘ব্যাংকিং অ্যালমানাক’। বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে একদল গবেষকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বইটির তৃতীয় প্রকাশনা। ২০১৮-১৯ সালের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমের তথ্যাবলি রয়েছে এই প্রকাশনায়।
আজ (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে র্ভাচুয়ালি মোড়ক উন্মোচন অনুষ্ঠানরে আয়োজনকরা হয়। অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নজরুল হুদা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম আফতাব উল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরী, এবিব’ির সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমীন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর সিইও মমিনুল ইসলাম, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুউল্লাহ, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর সাবেক সিইও মো খলিলুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি সালেহউদ্দিন বলেন, বাংলাদেশের প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এবং আমানত, ঋণ, পারফরমেন্স, সেবা এবং প্রডাক্টের তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে। বাংলাদেশের ব্যাংকিং খাতের নির্ভরযোগ্য তথ্যভান্ডার এই বইটি ২০১৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এটি তৃতীয় প্রকাশনা। আগামীতেও আরো সম্পূরক ভাবে প্রকাশিত হবে ‘ব্যাংকিং অ্যালমানাক’।এই প্রকাশনায় যারা সহযোগীতা করেছে তাদের প্রতকিৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বইটি সর্ম্পকে হোসেন জিল্লুর রহমান বলেন, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক তথ্য সমৃদ্ধ বইটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের জন্য গুরুত্বপূণ্য একটি বই। বিশেষ করে যারা আর্থিক প্রতিষ্ঠানে বিনেিয়াগকারী, প্রতিষ্ঠান পরিচালনাকারী, গবেষক ও ছাত্রদের জন্য বইটি সহজেই তথ্য পেতে সহযোগীতা করবে।
বইটির সম্পাদনায় অংশ নেওয়া নজরুল হুদা বলেন, করোনার সংকট কালে বইটির তৃতীয় প্রকাশনা প্রকাশিত করতে পেরে আমরা আনন্দিত। করোনার প্রতিকূল পরিস্থিতির মাঝেই আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়েছে। এক্ষেত্রে তথ্যরে অপর্যাপ্ততা থাকলেও করোনা পরবর্তী প্রকাশনা গুলোতে আরো বিস্তৃত ও বিশদ তথ্য সমৃদ্ধ প্রকাশনা উপহার দিতে পারব।
প্রায ৫৮৭ পৃষ্টার বইটির শুভেচ্ছা মূল্য ১২৫০ টাকা। বইটি সহজলভ্য করতে অনলাইন সংস্করণ প্রকাশ করার কথা জানিয়েছেন সংশ্লষ্টিরা। ফলে কম খরচেই তথ্য নিয়ে বইটি থেকে উপকৃত হওয়া যাবে।