Top

ব্যাংকের নিম্ন সুদহার শেয়ারবাজারের জন্য আশীর্বাদ

২৬ আগস্ট, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
ব্যাংকের নিম্ন সুদহার শেয়ারবাজারের জন্য আশীর্বাদ

ব্যাংকের নিম্ন সুদহার শেয়ারবাজারে আশির্বাদ হিসেবে দেখা দিয়েছে। ফলে শেয়ার বাজারে ব্যাংকসমূহের বিনিয়োগ আগের বছরের তুলনায় গতবছর ৪১০০ কোটি টাকা বেড়েছে । করোনা প্রকোপের মধ্যেও ২০২০ সালে শেয়ার বাজারে ব্যাংকসমুহের বিনিয়োগ ২৪% বৃদ্ধি পেয়েছে। আগের বছর এই বৃদ্ধির হার ছিল ২২.৮%। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০২০ এ এমন তথ্যই উঠে এসেছে।

সরকার সুদহারে সীমাবদ্ধতা আরোপ করায় ব্যাংকসমূহের ঋণ প্রদানের হার ৬-৭% কমে এসেছে। আমানাত হারও ১-২% কমেছে। ফলে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে ঝুঁকেছে। করোনাকালিন অতিরিক্ত মূদ্রা তারল্য এবং ঋণ প্রদানে সীমিত আয়ের কারনেই ঋণদাতারা শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। ঋণের সুদহার ৯% নির্ধারিত হওয়ার ফলে আয় হ্রাসের বিপরীতে শেয়ার বাজারে বিনিয়োগ ব্যাংসমুহকে ভালো লাভ প্রদান করেছে। ফলে সুদ-আয়ের লোকসান অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে ব্যাংকগুলো।

কেন্দীয় ব্যাংকের তথ্যমতে,আগের বছরের তুলনায় গত বছর ব্যাংক খাতের সুদ-আয় ৯.% কমেছে। একই সময়ে সুদহীন আয় ২৪.৫% বেড়েছে। বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বিনিয়োগ করায় নিম্ম সুদহার শেয়ার বাজারের জন্য আর্শীবাদ হয়ে দাড়িয়েছে। ব্যাংকসমূহের বিনিয়োগকৃত টাকা ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) এর শেয়ারের দাম বাড়াতে অবদান রেখেছে। ফলে ডিএসই গত বছরের আগষ্ট এবং এ বছরের মে মাসে এশিয়ার প্রথম সারির শেয়ার বাজারগুলোর মধ্যে সেরা পারফর্মার বিবেচিত হয়েছে ।

সর্বোচ্চ বিনিয়োগকারী ইসলামী ব্যাংক গত বছর ২০০ কোটি টাকা লাভ করেছে। এক্সিম ব্যাংক ২০৩ কোটি টাকা ,সোসাল ইসলামি ব্যাংক ৭৮ কোটি টাকা ,শাহ্ জালাল ইসলামি ব্যাংক ৭২ কোটি টাকা ,আল আরাফা ইসলামি ব্যাংক ৬৮ কোটি টাকা , ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ৫৩ কোটি টাকা লাভ করেছে। তাদের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য দেখা গেছে।

ইতিমধ্যে, শেয়ার বাজারে ব্যাংকসমূহের বিনিয়োগের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংক বিশেষ তারল্য প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের অংশ হিসেবে ব্যাংকসমূহের উপর নজরদারী জোরদার করেছে কেন্দীয় ব্যাংক। ব্যাংকগুলোকে শেয়ার বাজার বিনিয়োগ ও স্বল্প মেয়াদী ঋণের দৈনিক প্রতিবেদন জমা দিতে আদেশ দেওয়া হয়েছে। ৯ আগষ্টের পর ২টি নিলামে ব্যাংকসমূহ থেকে ৮ হাজার কোটি টাকা সংগ্রহ করে কেন্দীয় ব্যাংক, যার প্রভাবে মূল্য সুচক ও দৈনিক লেনদেন কমেছে।

গত বছরের ফেব্রুয়ারীতে কেন্দীয় ব্যাংক বিশেষ তারল্য প্রকল্প প্রস্তাব করে। সেখানে আগামী ৫ বছরে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের আদেশ দেওয়া হয। ব্যাংকসমূহকে শেয়ার বাজার থেকে ফেরাতেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে। যদিও গত বছরের জুনে শেয়ারে বিনিয়োগে অনাগ্রহী ছিল ব্যাংকগুলো। পর্যাপ্ত তহবিল ও মহামারীর ফলে বেসরকারি খাতে লোনের চাহিদা কমে যাওয়ায় পরের মাস থেকে ব্যাংকগুলো শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠে। প্রতিবেদনে দেখা যায়,সম্প্রসারণমূলক মূদ্রানীতি, প্রনোদনা প্যাকেজ ,মহামারী প্রতিরোধে বিচক্ষণ ব্যবস্থাপনা বিএসইসি এর কৌশলসমূহ বাজারকে চাঙ্গা রাখতে সাহায্য করেছে। ২০২০ সালে ডিএসই ২১.৩% এবং বাজার মূলধন ৩২% বৃদ্ধি পেয়েছে। দৈনিক গড় লেনদেন ২০১৯ সালের ৪৫০ কোটি টাকা বেড়ে গত বছরে ৬৫০ কোটি টাকায় পৌঁছেছে।

শেয়ার