সোনালী ব্যাংকের প্রণোদনার আওতায় ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৫০ কোটি টাকা ঋণ সুবিধা পাচ্ছেন বিবিএস ক্যাবলস। বিআরপিডির এক সার্কুলারে এ তথ্য জানা যায়।
এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। তবে, উক্ত সময়ের পর ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তা নবায়ন করা যাবে। সেক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার আওতায় ব্যাংক কোন প্রকার সুদ ভর্তুকি পাবে না। ঋণ বিতরণের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নং-০৮/২০২০ এর যথাযথ পরিপালনসহ বিদ্যমান বিধি-বিধান ও ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত ঋণ মঞ্জুরীপত্রের সকল শর্তের পরিপালন নিশ্চিত করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ০৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৫১ পয়সা।
নয় মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) পাঁচ টাকা ৯৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা।