Top

প্রথমার্ধে বাটা সুর ব্যবসা বেড়েছে ৯৯%

২৭ আগস্ট, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
প্রথমার্ধে বাটা সুর ব্যবসা বেড়েছে ৯৯%

করোনা ভাইরাসের প্রভাবে গত বছরের দুই ঈদ, পূজা ও পহেলা বৈশাখে জুতা বিক্রিতে ধস নামে। এতে দেশের পুঁজিবাজারে তালিকভুক্ত বহুজাতিক জুতা উৎপাদক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডকে বড় লোকসানে পড়তে হয়েছে। তবে চলতি ২০২১ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যবসায় ঘুরে দাঁড়িয়েছে কোম্পানিটি। এ সময়ে আগের বছরের তুলনায় প্রায় ৯৯ শতাংশ ব্যবসা বেড়েছে কোম্পানিটির। অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৪২৬ শতাংশ।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ৪০১ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২০৪ কোটি ৯২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ কোটি ৩৩ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৭০ কোটি ৬৮ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫১ টাকা ৬৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৫ টাকা ৫০ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২১৭ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৪১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৭৩ কোটি ৫১ লাখ টাকা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫৩ টাকা ৭৪ পয়সা।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, বিক্রি বেড়ে যাওয়ার পাশাপাশি মজুদ পণ্য ছাড়ে বিক্রি করে দেয়ার কারণে দ্বিতীয় প্রান্তিকে বাটা সুর আয় বেড়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২০ হিসাব বছরে লোকসান হওয়ার কারণে বাটা সু বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব করেছে, যেখানে আগের ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য হিসাব বছরে ১৩২ কোটি টাকা লোকসান হয়েছে কোম্পানিটির, যেখানে আগের বছরে ৫৫ কোটি টাকা মুনাফা হয়েছিল। ২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ৯৪ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৬ টাকা ১ পয়সা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৭ টাকা ৯৪ পয়সায়।

শেয়ার