দেশের শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপিল-জুন, ২০২১) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৫ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৩৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.২৬ টাকা বা ৭০ শতাংশ।
এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৯১ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.৩২ টাকা বা ৩৫ শতাংশ।
২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৪২ টাকা।