করোনাভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ এর কারণে কর্মহীন হওয়া বিভিন্ন পেশার মানুষ এবং দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
বুধবার (১ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেব গত ২৭ আগস্ট ২০২১ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ক্যাম্পাসের কর্মচারী এবং ক্যাম্পাস সংলগ্ন অসহায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২৮ আগস্ট ধানমন্ডি-৩২ এ ‘জাতির জনক শেখ মুজিবুর রহমান মেমোলিয়াল ট্রাষ্ট’ এর সামনে ২০০ পরিবারকে, ২৯ আগস্ট নাখালপাড়া ২০০ পরিবারকে, ৩০ আগস্ট কড়াইল এলাকায় ২০০ পরিবারকে এবং ৩১ আগস্ট আগারগাঁও এলাকায় ১০০ পরিবারসহ মোট ৫০০ পরিবার কে খাদ্যসামগ্রী বিতরণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশণ (বিএসইসি)। কমিশন কর্তৃক গৃহীত কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার।