Top

জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোস্তাফিজুর রহমান

০৪ সেপ্টেম্বর, ২০২১ ২:০২ অপরাহ্ণ
জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোস্তাফিজুর রহমান

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী। শনিবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুর রহমান মাওদুদী সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা (সিনিয়র অফিসার) হিসেবে যোগদান করেন।

চাকরিকালে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় ও এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মাওদুদী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশ নেন।

তিনি ১৯৬৩ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে জন্মগ্রহণ করেন।

শেয়ার