Top

`বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষায় কঠোর হবে বিএসইসি’

০৪ সেপ্টেম্বর, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
`বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষায় কঠোর হবে বিএসইসি’

বিনিয়োগকারীদের অত্যন্ত কষ্টে উপার্জিত অর্থ শেয়ারবাজারে বি‌নি‌য়োগ করে, সেই বিনিয়োগকৃত পুঁজি সুরক্ষার স্বার্থে বিএসই‌সি আরও কঠোর হ‌বে বলে জানিয়েছেন বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ‌্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশনের (‌বিএসই‌সি) চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবা‌য়তুল-উল-ইসলাম।

শ‌নিবার (৪ সে‌প্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ‌(ডিএসই) অনু‌মোদন পাওয়া নতুন ৫২টি ট্রেকের সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে এই কথা ব‌লেন। সনদ বিতরণ অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হি‌সে‌বে ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমান ও ডিএসইর পরিচালক রফিক বক্তব্য রাখেন।

বিএসইসির চেয়ারম্যান ব‌লেন, শেয়ারবাজারে আসা নতুন ট্রেক হোল্ডার‌দের‌কে পুরনো ট্রেক হোল্ডার সহ‌যোগিতা করবেন। নতুন‌দেরও অভিজ্ঞ‌দের থে‌কে শিখ‌তে হ‌বে। ক‌্যা‌পিটাল মা‌র্কেট বিজ‌নেস প্রাণ নি‌য়ে কাজ কর‌ছে। বর্তমানে কিছু অসাধু বি‌নি‌য়োগকারী আইন না মেনেই ব্যবসাকে বাঁধা গ্রস্ত কর‌তে চা‌চ্ছে। এ জন্য বিএসইসি কঠোর হচ্ছে প্রয়োজনে আরও কঠোর হবো। আমরা মনে করি বি‌নি‌য়োগকারী‌দের বি‌নি‌য়ো‌গের সুরক্ষা দি‌তে পার‌লে শেয়ার মা‌র্কেট আরও বড় হ‌বে। অর্থনী‌তির সা‌থে এগি‌য়ে যা‌বে ‌দে‌শের শেয়ারবাজার।

এর আগে শেয়ারবাজারকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন দফায় ৫৫ ব্রোকার হাউজের অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া ৫২ ব্রোকারকে শেয়ার কেনা-বেচার করার জন্য আজ অনুমোদনের সনদ হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে প্রথম ধাপে ১৯মে অনুমোদন পাওয়া ৩০টি ট্রেক হলো- কবির সিকিউরিটিজ,মোনার্ক হোল্ডিংস, সোহেল সিকিউরিটিজ,যমুনা ব্যাংক সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, স্নিকদা ইক্যুইটিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, সাউথ এশিয়া সিকিউরিটজ, ট্রিস্টার সিকিউরিটজ,৩আই সিকিউরিটজ, সোনালী সিকিউরিটজ,কেডিএস শেয়ার অ্যান্ড সিকিউরিটজ,আল হারমাইন সিকিউরিটজ, মির সিকিউরিটজ,টি.কে. শেয়ার অ্যান্ড সিকিউরিটজ, এসএফআইএল সিকিউরিটজ, তাসিয়া সিকিউরিটজ, ডেনিস্টি সিকিউরিটজ,এনআরবি ব্যাংক সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, আমায়া সিকিউরিটজ, প্রোটেন্সিয়াল ক্যাপিটাল, তাকাফুল ইসলামি সিকিউরিটজ,বিএনবি সিকিউরিটজ, অগ্রনী ইন্স্যুরেন্স সিকিউরিটজ, মাহিদ সিকিউরিটজ,বারাকা সিকিউরিটজ,এএনসি সিকিউরিটজ,ক্লিসটাল সিকিউরিটজ এবং ট্রেড এক্স সিকিউরিটজ লিমিটেড ।

দ্বিতীয় ধাপে ২১ জুন অনুমোদন পাওয়া ১৬টি ট্রেক হলো: আমার সিকিউরিটিজ, বি রিচ লিমিটেড, কলোম্বিয়া শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, রহমান ইক্যইটি ম্যানেজমেন্ট, এমকেএম সিকিউরিটিজ, স্ম্যার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, বিনিময় সিকিউরিটিজ, রিলিফ এক্সচেঞ্জ, ইমপিরর সিকিউরিটিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, এনওয়াই ট্রেডিং, বি অ্যান্ড বিএসএস ট্রেডিং, বেঙ্গ জিন (বিজি) জিইউ টেক্সটাইল, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ।

শেয়ার