Top

সনদ পায়নি নতুন তিন ব্রোকারেজ হাউজ

০৪ সেপ্টেম্বর, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
সনদ পায়নি নতুন তিন ব্রোকারেজ হাউজ

দেশের সর্বত্র পুঁজিবাজারের সেবা ছড়িয়ে দিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তিন দফায় ৫৫ ব্রোকারেজ হাউজের অনুমোদন দিয়েছে। এরমধ্যে ৫২ টি সনদ পেলেও বিএসইসি’র শর্তপূরণ করতে না পারায় তিনটি ব্রোকারেজ হাউজের সনদ হস্তান্তর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শ‌নিবার (৪ সে‌প্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ‌(ডিএসই) অনু‌মোদন পাওয়া নতুন ৫২টি ট্রেক বা ব্রোকারেজ হাউজের সনদ হস্তান্তর করে। এতে বাদ পড়া তিনটি ব্রোকারেজ হাউজ হলো- ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ লিমিটেড, মেট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড এবং ডিপি সেভেন লিমিটেড।

বিষয়টি নিয়ে ডিএসই’র মুখপাত্র মো. শফিকুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, ট্রেকহোল্ডার বা ব্রোকারেজ হাউজ খুলতে বিএসইসি কিছু শর্ত দিয়েছে। বাদ পড়াদের আজ সনদ হস্তান্তর করা হয়নি। তারা যদি আইন মেনে এবং শর্তগুলো পূরণ করে তাহলে তাদেরও পরবর্তীতে সনদ দেওয়া হবে।

শেয়ার