মার্চ থেকে জুন পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে দায়ী মূলত ২০টি ব্যাংক। মোট ২৮টি ব্যাংক খেলাপি ঋণ কমাতে পারলেও এই তিন মাসে বেড়েছে ২০টি ব্যাংকের। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মার্চ থেকে জুন পর্যন্ত খেলাপি ঋণ সাড়ে ৪ হাজার কোটি টাকা বৃদ্ধির কারণ ২০টি ব্যাংক। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি ব্যাংক। বাকিগুলোর মধ্যে একটি সরকারি ও ছয়টি বেসরকারি, যেগুলো এখনও তালিকাভুক্ত হয়নি।
মার্চ থেকে জুন পর্যন্ত ব্যাংকিং খাতের খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ৬২৮ কোটি টাকা। এর মধ্যেও ২৮টি সরকারি-বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ কমেছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোট ১৮টি। তার পরও খেলাপি ঋণ বেড়ে যাওয়ার প্রধান কারণ বেসরকারি ন্যাশনাল ব্যাংক বা এনবিএল। এই একটি ব্যাংকেই খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার কোটি টাকার বেশি। তিন মাসে এই একটি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৯১ কোটি টাকা। হঠাৎ করে এত বেশি খেলাপি কেন বাড়ল, সে বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় উঠে এসেছে এমন তথ্য।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১২ লাখ ১৩ হাজার ১৬৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৯৯ হাজার ২০৫ কোটি টাকা। বিতরণকৃত ঋণের ৮ দশমিক ১৮ শতাংশ খেলাপি হয়ে গেছে। এর মধ্যে পুঁজিবাজারের বাইরে থাকা ব্যাংকগুলো বিতরণ করেছে মোট ৩ লাখ ৩৭ হাজার ৯৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি মোট ৫২ হাজার ৪৭৪ কোটি টাকা। অর্থাৎ এসব ব্যাংকে খেলাপির হার ১৫ দশমিক ৫৬ শতাংশ।
যেসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে
ন্যাশনাল: জুন শেষে মোট ঋণ ৪২ হাজার ৪৭০ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১০ দশমিক ৩৫ শতাংশ। মার্চে তাদের মোট ঋণ ছিল ৪৩ হাজার ২০৯ কোটি টাকা। আর ঋণের বিপরীতে খেলাপি ছিল ২ হাজার ৩০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৫ দশমিক ৩৩ শতাংশ।
খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৯১ কোটি টাকা। শতকরা হিসাবে এটি ৫ দশমিক ০২ শতাংশ।
এবি: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ২৮ হাজার ২১২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৫ হাজার ২৮৪ কোটি টাকা, যা ঋণের ১৮ দশমিক ৭৩ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ২৭ হাজার ৫৯২ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৪ হাজার ৬০৭ কোটি টাকা, যা ঋণের ১৬ দশমিক ৭০ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২ দশমিক ০৩ শতাংশ।
ঢাকা: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ১৯ হাজার ৬৪৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৮৮৩ কোটি টাকা, যা ঋণের ৪ দশমিক ৫০ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ১৯ হাজার ৫৩৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৬১৬ কোটি টাকা, যা ঋণের ৩ দশমিক ১৫ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১ দশমিক ৩৫ শতাংশ।
যমুনা: খেলাপি ঋণ বাড়লেও ঋণ বিতরণ কমেছে। জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ১৫ হাজার ৯৫৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৬০০ কোটি টাকা, যা ঋণের ৩ দশমিক ৭৬ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ২০ হাজার ২৩২ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৫৬৩ কোটি টাকা, যা ঋণের ২ দশমিক ৭৯ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৭৭ শতাংশ।
ইউসিবি: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৩৮ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১ হাজার ৪৩৭ কোটি টাকা, যা ঋণের ৩ দশমিক ৭২ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৩৬ হাজার ৩৪৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১ হাজার ১১২ কোটি টাকা, যা ঋণের ৩ দশমিক ০৬ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৬৬ শতাংশ।
ইস্টার্ন: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ২৩ হাজার ৮৩০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৮৬৪ কোটি টাকা, যা ঋণের ৩ দশমিক ৬৩ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ২১ হাজার ৯৬০ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৬৫৪ কোটি টাকা, যা ঋণের ২ দশমিক ৯৮ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৬৪ শতাংশ।
ওয়ান: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ২২ হাজার ২১২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ২ হাজার ৪৮ কোটি টাকা, যা ঋণের ৯ দশমিক ২২ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ২২ হাজার ৬৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১ হাজার ৯১৬ কোটি টাকা, যা ঋণের ৮ দশমিক ৬৮ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৫৪ শতাংশ।
স্ট্যান্ডার্ড: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ১৬ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৯৩৬ কোটি টাকা, যা ঋণের ৫ দশমিক ৮৫ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ১৬ হাজার ১২০ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৮৬৪ কোটি টাকা, যা ঋণের ৫ দশমিক ৩৭ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৪৮ শতাংশ।
উত্তরা: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ১৩ হাজার ৪৩৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১ হাজার ৪০ কোটি টাকা, যা ঋণের ৭ দশমিক ৭৪ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ১৩ হাজার ৮৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৯৫০ কোটি টাকা, যা ঋণের ৭ দশমিক ২৬ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৪৮ শতাংশ।
সিটি: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ২৯ হাজার ১৩৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১ হাজার ২৭৭ কোটি টাকা, যা ঋণের ৪ দশমিক ৩৯ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ২৯ হাজার ৪৮১ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১ হাজার ১৮৭ কোটি টাকা, যা ঋণের ৪ দশমিক ০৩ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৩৬ শতাংশ।
এমটিবি: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ২১ হাজার ৪৭৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১ হাজার ১৭৮ কোটি টাকা, যা ঋণের ৫ দশমিক ৪৯ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ১৯ হাজার ১৮৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১ হাজার ৯ কোটি টাকা, যা ঋণের ৫ দশমিক ২৬ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ২৩ শতাংশ।
ব্যাংক এশিয়া: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ২৪ হাজার ২৮৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৬৮৭ কোটি টাকা, যা ঋণের ২ দশমিক ৮৩ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ২৪ হাজার ১৯৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৬১৮ কোটি টাকা, যা ঋণের ২ দশমিক ৫৬ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ১৭ শতাংশ।
ফার্স্ট সিকিউরিটি: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৪৪ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১ হাজার ৭৫৯ কোটি টাকা, যা ঋণের ৩ দশমিক ৯৯ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৪৩ হাজার ৫৩২ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১ হাজার ৬৬৩ কোটি টাকা, যা ঋণের ৩ দশমিক ৮২ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ১৭ শতাংশ।
সাউথইস্ট: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৩২ হাজার ৯২৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১ হাজার ৪৭০ কোটি টাকা, যা ঋণের ৪ দশমিক ৪৬ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৩২ হাজার ২৮৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১ হাজার ৪১২ কোটি টাকা, যা ঋণের ৪ দশমিক ৩৭ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ০৯ শতাংশ।
পুঁজিবাজারের বাইরে যেসব ব্যাংক
বাংলাদেশ কমার্স: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ২ হাজার ২৬৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১ হাজার ২৩২ কোটি টাকা, যা ঋণের ৫৩ দশমিক ৮৭ শতাংশ। মার্চ শেষেও ব্যাংকটির ঋণ বিতরণ একই ছিল। ওই সময় খেলাপি ছিল ১ হাজার ১৪০ কোটি টাকা, যা ঋণের ৫০ দশমিক ৩১ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩ দশমিক ৫৬ শতাংশ।
এনআরবি: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ২৮৭ কোটি টাকা, যা ঋণের ৭ দশমিক ২৩ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৪ হাজার ৩৫১ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১৯৩ কোটি টাকা, যা ঋণের ৪ দশমিক ৪৫ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ।
অগ্রণী: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৪৯ হাজার ৮৬২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৭ হাজার ৩০৪ কোটি টাকা, যা ঋণের ১৪ দশমিক ৬৫ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৪৭ হাজার ৮৭৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৬ হাজার ৫৬৬ কোটি টাকা, যা ঋণের ১৩ দশমিক ৭১ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৯৮ শতাংশ।
গ্লোবাল ইসলামী: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৯ হাজার ৮২০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ২১৬ কোটি টাকা, যা ঋণের ২ দশমিক ২১ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৯ হাজার ৬০১ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ১০৫ কোটি টাকা, যা ঋণের ১ দশমিক ১০ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১ দশমিক ১১ শতাংশ।
মধুমতি: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৩ হাজার ৮৬৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১০৬ কোটি টাকা, যা ঋণের ২ দশমিক ৭৫ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৩ হাজার ৯৫৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৬৬ কোটি টাকা, যা ঋণের ১ দশমিক ৬৮ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১ দশমিক ০৫ শতাংশ।
মিডল্যান্ড: জুন পর্যন্ত ব্যাংকটি মোট বিতরণ করেছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৭৩ কোটি টাকা, যা ঋণের ১ দশমিক ৭৬ শতাংশ। মার্চ শেষে ব্যাংকটি ৪ হাজার ৯৮১ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে খেলাপি ছিল ৭২ কোটি টাকা, যা ঋণের ১ দশমিক ৪৬ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ০ দশমিক ৩০ শতাংশ।