দেশের পুঁজিবাজারে বিনিয়োগ সীমা অতিক্রম কারায় নতুন প্রজন্মের ব্যাংক এনআরবিসিকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। আইন লঙ্ঘনের দায়ে ব্যাংকটির জরিমানার পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকার মধ্যে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তা।
এ বিষয়ে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মো. সেরাজুল ইসলাম। তিনি জানান, পুঁজিবাজারে বিনিয়োগের সীমা অতিক্রম করায় এ জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১৩ সালে সংশোধন করা ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট ১৯৯১ অনুসারে, কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। মূলধনের মধ্যে রয়েছে, পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ রিজার্ভ এবং বজায় রাখা উপার্জন।
যোগাযোগ করা হলে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া কেন্দ্রীয় ব্যাংকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
নতুন প্রজন্মের এনআরবিসি ব্যাংক গত ২২ মার্চ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটি ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরেরই ৪ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে।