Top

পুঁজিবাজারে বহুজাতিক ও জ্বালানি খাতের দাপট

০৭ সেপ্টেম্বর, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
পুঁজিবাজারে বহুজাতিক ও জ্বালানি খাতের দাপট

আগের দিনের চেয়ে সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৪০ পয়েন্টে, যা ২০১০ সালের ২ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। সেদিন ডিএসইর প্রধান সূচকের অবস্থান ছিল ৭ হাজার ৩০৯ পয়েন্ট। সে সময় এই সূচকের নাম ছিল ডিএসই। এখন সূচকের নাম ডিএসইএক্স, যা চালু হয় ২০১৩ সালের ২৭ জানুয়ারি। ডিএসই সূচকের তুলনায় ডিএসইএক্স সূচক দুই শতাংশের মতো কম হয়।
সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে নতুন গন্তব্যে ছোটা পুঁজিবাজারে এবার দেখা গেল বহুজাতিক কোম্পানি ও জ্বালানি খাতের দাপট। সিমেন্ট খাতে হেইডেলবার্গ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ও ইউনিলিভার, ওষুধ ও রসায়ন খাতে রেকিট বেনকাইজার, টেলিকমিউনিকেশন খাতে গ্রামীণ ফোন, জ্বালানি খাতের লিনডে বিডির শেয়ার দর বেড়েছে একই দিন। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ও গ্রামীণ ফোনের শেয়ারদর যে হারে বেড়েছে, তা সূচক বৃদ্ধিতে রেখেছে বড় ভূমিকা।

জ্বালানি খাত চাঙা হয়ে উঠার কারণ সরকারের এক সিদ্ধান্ত। মেয়াদ শেষ হয়ে যাওয়া তিনটি কোম্পানির বিদ্যুৎকেন্দ্র নতুন করে মেয়াদ বাড়ানোতে আইনি বাধা কেটেছে সরকারের এক সিদ্ধান্তে। যে আইনের অধীনে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র অনুমোদন দেয়া হয়েছিল, তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। ফলে মেয়াদ শেষ হয়ে যাওয়া খুলনা পাওয়ার কোম্পানি বা কেপিসিএলের দুটি, সামিট পাওয়ার ও ওরিয়নের একটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো এখন সময়ের ব্যাপার। এ বিষয়ে প্রস্তাব তৈরি হয়ে আছে। এনার্জি রেগুলেটরি কমিশন এ নিয়ে শুনানি করার পর মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হবে।

বিশেষ করে কেপিসিএলের শেয়ারধারীদের জন্য এই সংবাদ স্বস্তি নিয়ে এসেছে। লেনদেন শুরুই হয় এক দিনে দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায়। একটি দরেই ১৫ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছে।

সামিট পাওয়ারের দরও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। টানা বাড়তে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার দর এক দিনে আরও ১২৩ টাকা বেড়ে গিয়ে দুই হাজার টাকা ছাড়িয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানির শেয়ারদরও বেড়েছে ৫ শতাংশের মতো।

এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়া ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার ও বারাকা পতেঙ্গা পাওয়ার এবং জিবিবি পাওয়ার ছাড়া এই খাতের বাকি সব কটির দাম বৃদ্ধি সূচকের উত্থানে রেখেছে অবদান।

দিন শেষে সূচক আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৪০ পয়েন্টে, যা ২০১০ সালের ২ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। সেদিন ডিএসইর প্রধান সূচকের অবস্থান ছিল ৭ হাজার ৩০৯ পয়েন্ট। সে সময় এই সূচকের নাম ছিল ডিএসই। এখন সূচকের নাম ডিএসইএক্স, যা চালু হয় ২০১৩ সালের ২৭ জানুয়ারি। ডিএসই সূচকের তুলনায় ডিএসইএক্স সূচক দুই শতাংশের মতো কম হয়।

টানা ষষ্ঠ কর্মদিবসে সূচক বৃদ্ধির দিন লেনদেন চলাকালে এক পর্যায়ে ধারণা করা হচ্ছিল তা তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে শেষ এক ঘণ্টায় শেয়ার বেচাকেনার গতি কিছু কমায় তা আর হয়নি। গত বছরের জুলাই থেকে পুঁজিবাজারের এই উত্থান অনেকটাই ছিল অভাবনীয়। এক দশকের মন্দাভাব কাটিয়ে এই সময়ে সূচক প্রায় দ্বিগুণ হয়ে গেছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৮ হাজার সূচক হওয়া পর্যন্ত মার্জিন ঋণ ১০০:৮০ টাকা করার পর তা ওই গন্তব্যের পানে ছুটছে বলে ধারণা করা হচ্ছে।

বহুজাতিক কোম্পানি ও জ্বালানি খাত ছাড়া পুঁজিবাজারে ভালো দিন গেছে আর্থিক খাতেও। এই খাতের দুটি কোম্পানির শেয়ার দর বেড়েছে একদিনে যত বাড়া সম্ভব ততই। বিমা খাতেও দিনটি একেবারে খারাপ যায়নি। ব্যাংক খাতের শেয়ারধারীদের মধ্যে উচ্ছ্বাস না থাকলেও দাম না কমায় অন্তত নতুন করে হতাশ হতে হয়নি। প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতে দেখা গেছে মিশ্র প্রবণতা। আগের দিন চাঙা থাকা বস্ত্র খাতে দিনটি ভালো যায়নি। আর মিউচ্যুয়াল ফান্ড খাত হতাশার বৃত্ত থেকে বের হতে পারেনি।

আইসিবি পরিচালিত আটটি মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেট শেষে লেনদেন শুরু করেছে। নগদ লভ্যাংশ যারা নিয়েছেন, তাদের মুনাফা হয়নি বললেই চলে। কারণ, যে পরিমাণ লভ্যাংশ এসেছে, দর কমেছে প্রায় সম পরিমাণ।

বহুজাতিকের নতুন যাত্রা। দীর্ঘ সময় পর নতুন করে দর বৃদ্ধির তালিকায় স্থান করে নিল পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলো। মঙ্গলবার বহুজাতিক সিংহভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৬৫ টাকা ৩০ পয়সা বেড়েছে বাটা শুয়ের দর। আগের দিন শেয়ার মূল্য ছিল ৮৭০ টাকা ৯০ পয়সা। বেড়ে হয়েছে ৯৩৬ টাকা ২০ পয়সা। শতকরা হিসেবে বেড়েছে ৭.৫ শতাংশ, যা এক দিনে দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছিল। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ারদর বেড়েছে ৪৩ টাকা ৬০ পয়সা। ৬০৫ পাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৪৯ টাকা। শতকরা হিসেবে বেড়েছে ৭.২০ শতাংশ। ইউনিলিভারের দর বেড়েছে ৩.৮৬ শতাংশ বা শেয়ার প্রতি ১০৯ টাকা। আগের দির দর ছিল ২ হাজার ৮৩২ টাকা। বেড়ে হয়েছে ২ হাজার ৯৪২ টাকা ১০ পয়সা।

মঙ্গলবার যেসব খাতে লেনদেন সবচেয়ে বেশি হয়েছে। ম্যারিকোর দর বেড়েছে ১.১৯ শতাংশ বা ২৮ টাকা ১০ পয়সা। ২ হাজার ৩৬১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯০ টাকা। রেকিড বেনকিউজারের দর ৬০ টাকা ৫০ পয়সা বেড়ে ৪ হাজার ৫৬২ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ৬২৩ টাকা ১০ পয়সায়। বার্জার পেইন্টের দর হাজার ৮৩৪ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৮৪৬ টাকায়।

ওটিসি ফেরত কোম্পানির দাপট। দিনের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পাটিও ছিল স্বল্পমূলধনী কোম্পানির তালিকার। ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধনের তমিজউদ্দিন টেক্সটাইলের দর ৯.৯৪ শতাংশ বেড়ে ১৫১ টাকা ৯০ পয়সা থেকে হয়েছে ১৬৭ টাকা। ১০ কোটি টাকা মূলধনের সমতা লেদারের দরও বেড়েছে সমপরিমাণ। ১০৭ টাকা ৮০ পয়সা থেকে হয়ে গেছে ১১৮ টাকা ৫০ পয়সা। বাংলাদেশ মনুস্পোল পেপারের দর ২১৫ টাকা ৫০ পয়সা থেকে ৮.৭২ শতাংশ বেড়ে হয়েছে ২৩৪ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩ কোটি ২৯ লাখ টাকা। ওটিসি থেকে মূল মার্কেটে ফেরা আরেক স্বল্পমূলধনী পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের দর ৫.৪১ শতাংশ বেড়েছে। ২২১ টাকা ৫০ পয়সা থেকে ৫.৪১ শতাংশ বেড়ে হয়েছে ২৩৩ টাকা ৫০ পয়সা।

চলতি সপ্তাহে প্রকৌশল খাতে আগ্রহ বেড়েই চলেছে। গত রোববার এই লেনদেন ছিল ৩২৭ কোটি ৪৪ লাখ টাকা। গত সোমবার আরও বেড়ে হয় ৩৩৪ কোটি ৪৫ লাখ টাকা। আজ আরও ৬৭ কোটি ২৫ লাখ টাকা বেড়ে হয়েছে ৪০১ কোটি ৭০ লাখ টাকা। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এদিন ২২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ২০টির।

অপরদিকে তালিকাভুক্ত বেশিরভাগ বিমা খাতের শেয়ার দরে উত্থান দেখা গেছে মঙ্গলবার। এদিন লেনদেন ৩৩টি বিমা কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ১৭টির। লেনদেন হয়েছে ২০০ কোটি ১০ লাখ টাকা। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৪০ লাখ টাকা।

অন্যান্য খাতের লেনদেন: ওষুধ ও রসায়ন খাতের ৩১টি কোম্পানির মধ্যে দর পতন হয়েছে ১৫টির, বেড়েছে ১৫টির। হাতবদল হয়েছে ২৮৩ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৬১ কোটি ৯৩ লাখ টাকা।

তুমুল আগ্রহ দেখা গেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। ২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ১০টির। লেনদেন হয়েছে ১৮৬ কোটি ৭৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১১২ কোটি ৯৫ লাখ টাকা।

ব্যাংক খাতে দর বেড়েছে ১৫টির, কমেছে ১০টির। লেনদেন হয়েছে ১৪৯ কোটি ২০ লাখ টাকা। আগের দিন লেনদেন ছিল ১৬৪ কোটি ৪৫ লাখ টাকা। ব্যাংক খাতে দর বৃদ্ধি ও কমার হার খুব একটা বেশি না হলেও আর্থিক খাত ছিল চাঙা। এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে দুটির লেনদেন ছিল স্থগিত, তিনটির দর কমেছে, দুটির ছিল অপরিবর্তিত। বেড়েছে বাকি ১৬টির। এই খাতে লেনদেন ছিল ১৯৬ কোটি ১৩ লাখ টাকা যা আগের দিন ছিল ১৮৮ কোটি ৯৩ লাখ টাকা। বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১০টির, বেড়েছে ৪টির। হাতবদল হয়েছে ১৯৭ কোটি ১৩ লাখ টাকা। আগের দিন হাতবদল হয়েছিল ৩১৮ কোটি ৬৩ লাখ টাকা।

তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪টির। দর কমেছে ৬টির। লেনদেন হয়েছে ৭১ কোটি ৫০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১১৮ কোটি ৭০ লাখ টাকা। মিউুচ্যয়াল ফান্ড খাতের মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৬০ লাখ টাকা। এদিন লেনদেন ৮টি ইউনিটের দর বেড়েছে। কমেছে ১৫টির। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৯৩ লাখ টাকা।

সূচক ও লেনদেন: ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৪০ পয়েন্টে।

শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১ পয়েন্টে।

বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৩৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৯০১ কোটি টাকা।

চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৯৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকা।

শেয়ার