Top

গার্মেন্টস কর্মীদের ডিজিটাল ঋণ সেবা দিবে প্র‍াইম ব্যাংক

২৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
গার্মেন্টস কর্মীদের ডিজিটাল ঋণ সেবা দিবে প্র‍াইম ব্যাংক

দেশে প্রথমবারের মতো প্রাইম ব্যাংক গার্মেন্টস কর্মীদের জন্য চালু করেছে ডিজিটাল ঋণ সেবা। সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম (AGAM) ইন্টারন্যাশনালের সহযোগিতায় চলতি মাসের শুরুর দিকে এই পাইলট ঋণ কার্যক্রম চালু করেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি। শুধুমাত্র নির্বাচিত কারখানাগুলোকে এই ঋণ সেবা প্রদান করা হবে। এই পাইলট ঋণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পরবর্তিতে ব্যাংক দেশব্যাপী এর কার্যক্রম প্রসারের চিন্তাভাবনা করা হবে।

‌ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, “প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে প্রাইম ব্যাংক সবসময় এগিয়ে থাকে। ডিজিটাল পরিষেবার মাধ্যমে এই পাইলট ঋণ বিতরণ কার্যক্রম আর্থিক অন্তর্ভুক্তিতে আমাদের সুদৃঢ় অঙ্গীকারেরই প্রমাণ বহন করে।’’

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিবিও এবং কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ বলেন, “আমাদের অর্থনীতিতে আরএমজি সেক্টরের সর্বাধিক অবদান রয়েছে এবং এই ডিজিটাল উদ্ভাবনটি আরএমজি কর্মীদের জরুরী প্রয়োজনে অতি সহজে ঋণ পেতে সহায়তা করবে যা তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।

আগাম (AGAM) ইন্টারন্যাশনালের ফাউন্ডার ও সিইও শাবনাম নিদা ওয়াজেদ বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো একটি উদ্যোগ চালু করা হয়েছে যেখানে গ্রাহকরা, বিশেষ করে গার্মেন্টস কর্মীরা এই অনিশ্চিত সময়ে ব্রাঞ্চে না যেয়ে কোন অসুবিধা ছাড়াই কয়েক মিনিটের মধ্যে ঋণ পেতে পারেন। আমরা এর অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত ”।

শেয়ার