রাজধানীর ভাটারা অঞ্চলের কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ অক্টোবর) রাজধানী ভাটারা থানাধীন ৩৮, ৩৯ এবং ৪০নং ওয়ার্ডের ৫০০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঢাকা মেট্টোপলিটনপুলিশ এর যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) উত্তর মোঃ হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর
প্রধান মোঃ সামছুদ্দোহা, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ৩৮, ৩৯ ও ৪০নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম বাছেক।
প্রতিবস্তায় ১০ কেজি চাল, ১ কেজি ডাল এবং ১ কেজি লবণ হিসেবে মোট ৫০০ বস্তা ত্রাণ বিতরণ করা হয়েছে।