Top

সরকার আঁতাত করে তেলের দাম ও ভাড়া বাড়িয়েছে: মেনন

০৯ নভেম্বর, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
সরকার আঁতাত করে তেলের দাম ও ভাড়া বাড়িয়েছে: মেনন

গণপরিবহন মালিকদের সঙ্গে আঁতাত করে সরকার জ্বালানি তেল ও গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, ‘জনগনের প্রতি সরকারের যেমন দায়বদ্ধতা নেই, গণপরিবহন মালিকদেরও নেই। উভয়পক্ষ কেবল নিজেদের লাভ দেখছে। ফলে জ্বালানি তেলের দাম যেভাবে বৃদ্ধি করা হয়েছে, একইভাবে বাসভাড়াও বাড়ানো হয়েছে।’

মঙ্গলবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি আয়োজিত মানববন্ধনে রাশেদ খান মেনন এসব কথা বলেন। মানববন্ধনে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। এ কর্মসূচিতে পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান মেনন বলেন, ‘করোনার ভয়াবহতা থেকে মানুষ যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখন জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। সঙ্গে সঙ্গে জনগণকে জিম্মি করে পরিবহন মালিকরা ভাড়া বাড়িয়ে নিলেন। সরকার যতোই বলুক ভাড়া বেশি নিলে কঠোর শাস্তি দেওয়া হবে, গণপরিবহন মালিকরা তা মানবেন না।’

তিনি বলেন, ‘গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা জ্বালানিখাত থেকে নিয়েছে সারকার। সেখান থেকে যদি সরকার একটু ছাড় দিতো, তাহলে আজ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করতে হতো না। সরকার তা না করে এক লাফে ১৫ টাকা বাড়িয়ে দিলো।’

শেয়ার