Top

বীমা কোম্পানি ১০-এ ১০

২২ আগস্ট, ২০২০ ১০:৪২ পূর্বাহ্ণ
বীমা কোম্পানি ১০-এ ১০

হঠাৎ করেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশ কিছু বীমা কোম্পানির শেয়ারের দামে ধস নেমেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় শীর্ষ ১০টি স্থানের ১০টিই দখল করেছে বীমা খাতের কোম্পানি। অবশ্য এমন দরপতনের আগে এ বীমা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছিল।

গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করে পাইওনিয়ার ইনস্যুরেন্স। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দাম ১৮ দশমিক ৪২ শতাংশ পতন হয়েছে। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১৩ টাকা ৩০ পয়সা। এই দরপতনের আগে ১২ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা বাড়ে কোম্পানিটির শেয়ার দাম। এতে এক মাসে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৪২ টাকা ৫০ পয়সা বা ১৪৩ শতাংশ।

দাম কমার তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করেছে গ্লোবাল ইনস্যুরেন্স। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪ টাকা বা ১৬ দশমিক ৩৯ শতাংশ। এই দরপতনের আগে ২ জুলাই থেকে কোম্পানিটির শেয়ার দাম গত সপ্তাহের প্রথম কার্যদিবস পর্যন্ত টানা বাড়ে। এতে ১৪ টাকা ১০ পয়সা থেকে কোম্পানিটির শেয়ারের দাম ২৪ টাকা ৬০ পয়সায় ওঠে। এ হিসাবে দরতপনের আগে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে ১০ টাকা ৫০ পয়সা বা ৭৪ শতাংশ।

দাম কমার তালিকায় পরের স্থানে রয়েছে ইউনাইটেড ইনস্যুরেন্স। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮ টাকা ৩০ পয়সা বা ১৫ দশমিক ২৬ শতাংশ। এই দরপতনের আগে এ কোম্পানিটির শেয়ার দামে বড় অঙ্কে বাড়ে। ১৯ জুলাই ৩৫ টাকা ৭০ পয়সা থেকে টানা বেড়ে এই বীমা কোম্পানিটির শেয়ার দাম ৩ আগস্ট ৫৬ টাকা ৪০ পয়সায় ওঠে। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম বাড়ে ২০ টাকা ৭০ পয়সা বা ৫৮ শতাংশ।

দাম কমার তালিকায় চতুর্থ স্থানে থাকা নিটল ইনস্যুরেন্সের শেয়ার দাম গত সপ্তাহজুড়ে কমেছে ৬ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ৫৭ শতাংশ। এই দরতপনের আগে ১২ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার দাম টানা বাড়ে। এতে ২১ টাকা ৮০ পয়সা থেকে কোম্পানিটির শেয়ার দাম ৪৪ টাকা ৬০ পয়সায় ওঠে। এ হিসাবে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ২২ টাকা ৮০ পয়সা বা ১০৫ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- জনতা ইনস্যুরেন্সের ১৩ দশমিক ১৯ শতাংশ, পিপলস ইনস্যুরেন্সের ১১ দশমিক ৮০ শতাংশ, প্রগতী ইনস্যুরেন্সের ১১ দশমিক ৭৫ শতাংশ, প্রভাতী ইনস্যুরেন্সের ১১ দশমিক ৬৩ শতাংশ, পূরবী জেনারেল ইনস্যুরেন্সের ১১ দশমিক ৫৬ শতাংশ এবং রূপালী লাইফ ইনস্যুরেন্সের ১১ দশমিক ৪২ শতাংশ দাম কমেছে। এই দরপতনের আগে এ কোম্পানিগুলোর শেয়ার দামও বেশ বাড়ে।

শেয়ার