স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। দেশের শিক্ষার্থীদের মাঝে বিশ্বমানের শিক্ষা ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চুক্তিতে এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ইডিইউয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য নরওয়েতে পড়তে যেতে পারবে। এছাড়া শিক্ষকরাও পিএইডির জন্য নরওয়ের ওই বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। একইসঙ্গে নরওয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও আসার সুযোগ পাবে ইডিইউতে। উভয় বিশ্ববিদ্যালয়ই গবেষণা ও জ্ঞানের উন্নয়নে পরস্পরের রিসোর্স ব্যবহার করবে।
এছাড়া শিক্ষার্থীদের উন্নত পাঠের অভিজ্ঞতা দিতে উভয় বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি মেম্বার বিনিময় করবে। ফলে ইডিইউর শিক্ষার্থীরা চট্টগ্রামে বসেই ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস শিক্ষকদের পাঠদানের অভিজ্ঞতা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে ইডিইউয়ের শিক্ষকরাও ক্লাস নেবেন নরওয়ের বিশ্ববিদ্যালয়টিতে।
ইডিইউয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার উন্নত পরিবেশ ও সুযোগ-সুবিধা দিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে ইডিইউ। নরওয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস। এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদেরকে সমৃদ্ধ করবে।
ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের রেক্টর গানার ইয়েট্রি বলেন, মানবসমাজের উন্নয়নে কাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বৈচিত্র্যময় গবেষণা ও শিক্ষাসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে আমরা আগ্রহী। বাংলাদেশে আন্তরিকভাবে উন্নত ও বিশ্বমানের শিক্ষা দিচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উভয় দেশ উপকৃত হবে।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সঙ্গে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস মালয়েশিয়া, ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া ও আমেরিকার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির এ ধরনের চুক্তি রয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ও অভিজ্ঞতা অর্জন করছেন।