Top

প্রকাশ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যায় ২ জন রিমান্ডে

১৫ নভেম্বর, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
প্রকাশ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যায় ২ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার জাকির হোসেন ও মো. সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

সোমবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) সানাউল হক দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন,‘সাইফুল নিজেই ভিকটিমাইজড। চাকরির জন্য ভিকটিমকে এক লাখ টাকা দেন। তিনি চাকরিও দেননি, টাকাও ফেরত দেননি। এরপর তার সঙ্গে সাইফুলের কোনো যোগাযোগ নাই। কে বা কারা তাকে খুন করেছে তা সে জানে না। আর সে যে জড়িত এমন কোনো ডকুমেন্ট বা এভিডেন্সও নাই। আসামিরা ঘটনার সঙ্গে জড়িত না। তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করছি।’

রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠায় বলে জানান আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরীফুল ইসলাম।

এরআগে রোববার এ ঘটনায় হত্যা ও পরিকল্পনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন ও মো. সাইফুল।

রোববার রাতে গাাবতলী বাসস্ট্যান্ড থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শ্যামলীর হলিল্যান্ড গলিতে প্রকাশ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তিনি মারা যান।

কেন এই হত্যাকাণ্ড

পাওনা টাকা আদায়ের জন্য চাপ দেয়ায় সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার সকালে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, আনোয়ার শহীদ গম গবেষণা কেন্দ্রে ১৯৭৬ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে পরিচালক পদমর্যাদায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তার সবশেষ কর্মস্থল জয়দেবপুর থেকে অবসর নেন। অবসরের পর তিনি তার ছোট বোন ও মামলার বাদী ফেরদৌস সুলতানার সঙ্গে কল্যাণপুরের বাসায় থাকতেন।

পেনশনের টাকা দিয়ে দিনাজপুর জেলায় একটি জমি কিনে বাড়ি করে ভাড়া দেন তিনি। চাকরির সময় ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন আনোয়ার শহীদ।

সেখানেই তার সঙ্গে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী জাকির হোসেনের পরিচয় বলে জানায় র‍্যাব। দিনাজপুরে জমি কেনার সময় জাকির দালাল হিসেবে মধ্যস্থতা করেন।

খন্দকার আল মঈন বলেন, ‘আনোয়ার শহীদের কাছ থেকে বিভিন্ন সময়ে জাকির ১২ লাখ টাকা ধার নেয়। ঢাকায় থাকলেও জাকিরের সঙ্গে নানা বিষয়ে যোগাযোগ ছিল আনোয়ারের। এক বছর আগে জাকির তার চালের গোডাউন বন্ধক রেখে ২০ লাখ টাকা লোন পাইয়ে দিতে আনোয়ার শহীদের সহযোগিতা চান। তিনি তাকে এ বিষয়ে সহযোগিতা না করলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।’

এ সময় আনোয়ার পাওনা টাকা আদায়ে জাকিরকে চাপ দেন। টাকা না দিয়ে আনোয়ারকে হত্যার পরিকল্পনা করেন জাকির। পরিকল্পনা বাস্তবায়নে জাকির মো. সাইফুল নামে এক চাতাল শ্রমিককে ব্যবহার করেন। পরে সাইফুল আনোয়ারকে হত্যা করে বলে ব্রিফিংয়ে দাবি করে র‍্যাব।

জানা যায়, আনোয়ার শহীদ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বাসা মিরপুর হলেও একজন ফোন করলে তিনি কল্যাণপুর যান। শ্যামলী হানিফ কাউন্টার পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

শেয়ার