শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্পূর্ণ করোনামুক্ত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) মন্ত্রীর দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসছে বলে জানান তার ব্যক্তিগত সচিব আব্দুল আলিম।
তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল এ রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে তিনি সরকারি বাসভবনে বিশ্রামে আছেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও বর্তমানে শিক্ষামন্ত্রীর শারীরিক কিছু দুর্বলতা রয়েছে বলে জানান তিনি।’
গত ৬ ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।