মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার সৌদি আরব পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দোহায় আলোচনাসভায় অংশ নিতে দুদিনের সফরে শুক্রবার তিনি দোহায় পৌঁছেন। খবর আনাদোলুর।
দোহা বৈঠকের মধ্যে তিনি এক ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় বসবেন।
দুই রাষ্ট্রপ্রধান আঞ্চলিক সমস্যা বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ও লেবানন ইস্যুতে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
২০১৮ সালে আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম সৌদি আরবে পা রাখলেন ম্যাক্রোঁ।
এদিকে গত শুক্রবার দোহায় তিনি আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।
সেখানে তিনি আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান এবং ১২টি অত্যাধুনিক ক্যারাকাল হেলিকপ্টার দেওয়ার ঘোষণা দেন।