Top
সর্বশেষ

আবরার হত্যা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ ডিসেম্বর

২২ ডিসেম্বর, ২০২০ ৫:৩২ অপরাহ্ণ
আবরার হত্যা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ ডিসেম্বর

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর রোববার দিন ধার্য করেন আদালত। মঙ্গলবার মামলাটি উচ্চ আদালতের বদলি সংক্রান্ত আদেশ বিচারিক আদালতে দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা আবেদন উত্থাপিত হয়নি মর্মে সনদ দাখিল করেন। শুনানি শেষে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান সাক্ষ্যগ্রহণের এ দিন ধার্য করেন।

এ পর্যন্ত মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে ৪০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে আছেন। তাদের আদালতে হাজির করা হয়। তিনজন পলাতক রয়েছেন। আর ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফেসবুকে স্টাটাস দেওয়ার অভিযোগে ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। গত ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন সংশ্লিষ্ট আদালত।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার