Top
সর্বশেষ

ফ্রান্সে এক দিনে লাখের বেশি মানুষের করোনা শনাক্ত

২৬ ডিসেম্বর, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
ফ্রান্সে এক দিনে লাখের বেশি মানুষের করোনা শনাক্ত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধীরে ধীরে আতঙ্ক হিসেবে রূপ নিচ্ছে বিশ্বে। নতুন এ ভ্যারিয়েন্টের কারণে বিভিন্ন দেশে বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, করোনা সংক্রমণের উচ্চ হারের কারণে নতুন করে চিন্তায় পড়েছে ফ্রান্স সরকার। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা শুরু করছেন।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল জাজিরার খবরে বলা হয়, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অনেকেই ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টে আক্রান্ত। একই সময় দেশটি মারা গেছেন ৮৪ জন। এছাড়া শুক্রবার ইতালিতে করোনায় মারা যান ১৪৪ জন।

এদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে ক্রিস্টমাস উপলক্ষে ছুটির সপ্তাহে বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

শেয়ার