করোনাভাইরাস (কোভিড ১৯) মহামারিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ঝরেপড়া শিক্ষার্থীদের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহে আগামী রোববার সব স্কুল-কলেজে চিঠি পাঠানো হবে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য পাঠাতে নিদের্শনা দেওয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে দেড় বছর বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময় অনেক শিক্ষার্থী এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর হয়েছে। অনেকের বাল্যবিয়ে হয়েছে, কেউ বিভিন্ন কাজে যুক্ত হয়েছে। অনেকে আবার পড়ালেখা ছেড়ে দিয়েছে। এসব তথ্য মাঠ পর্যায় থেকে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছে মাউশি। এ লক্ষ্যে সোমবার (৩ জানুয়ারি) মাউশির মহাপরিচালকের সভাপত্বিতে সভা হয়েছে। পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে এ জরিপ কাজ শুরু করা হবে।