অবর্ধক রক্তশূন্যতায় (অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনাস ফারুক। সে ইবির আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিভাগ সূত্রে, আনাসের বাড়ি দিনাজপুর জেলা সদরের মুরাদপুর গ্রামে। সে গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। করোনা মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ হওয়ার কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন আনাস। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে অবর্ধক রক্তশূন্যতা নামক ব্যাধি ধরা পড়ে।
অবস্থার উন্নতি না হওয়ায় গত ২রা ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ভারতের কোলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে ১৭ই ডিসেম্বর তাকে বাসায় আনা হয়। পরে রবিবার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।