Top

শেরপুরে র‌্যাবের পৃথক অভিযানে হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০ জানুয়ারি, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
শেরপুরে র‌্যাবের পৃথক অভিযানে হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর কামার বাড়ী ও লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ৯ জানুয়ারি রবিবার বিকেলে মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৪.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা ।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীরা সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামের কামাল হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ (১৮) ও একই উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের আমেজ উদ্দিনের ছেলে ইয়াকুব (২১)।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা সহ সঙ্গীয় র‌্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর কামার বাড়ি আঃ সাত্তারের ঘরের পেছনে রবিবার বিকেল পৌনে ৫টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী পারভেজ আহম্মেদকে আটক করে। পরে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর জেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের ইমাদ এন্টার প্রাইজের সম্মুখে পাকা সড়কে আরেকটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইয়াকুবকে আটক করে। পরে তার কাছ থেকে ১.৫ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ৪ হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।

এদিকে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী পারভেজ আহম্মেদ ও ইয়াকুব এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা বিভিন্নস্থান থেকে হেরোইন ক্রয় করে দীর্ঘদিন ধরে ব্যবসা ও পাচার করে আসছিল।

এব্যাপারে ধৃত মাদক ব্যবসায়ী পারভেজ আহম্মেদ ও ইয়াকুবকে সদর থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার