সপ্তাহের ব্যবধানে চড়া সবজির বাজার। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে সবজির দাম। তবে কিছুটা কমেছে মাছের দাম।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, কাজলা, রায়েরবাগ, দনিয়া এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ১০ টাকা বেড়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০ টাকা, বেগুন, চিচিঙা, ধুন্দল ৫০ থেকে ৫৫ টাকা, কাকরোল ৬৫ টাকা, পেঁপে, পটল ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, কচুর ছড়া ৮০ টাকা, কচুরলতি ৫০ টাকা, ঝিঙা ৫৫ থেকে ৬০ টাকা, কাঁচা কলার হালি ২৫ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৯০ টাকা, লেবুর হালি ২৫ থেকে ৪৫ টাকা। করলা ৮০ টাকা, মরিচ ৬০ টাকা, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। আলুর কেজি ৩০ টাকা, কচু প্রতি পিচ ২৫ থেকে ৬০ টাকা, লাউ ৪০, জালি ৩০ থেকে ৪০ টাকা, কুমড়া আকারভেদে ৪০ থেকে ৮০ টাকা।
যাত্রাবাড়ীতে কথা হয় খুচরা ব্যবসায়ী সুমন মিয়ার সাথে। তিনি বলেন, বাজারে সবজি নাই। দামও বাড়ছে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি। যেখানে সবজির দরকার ১০০ কেজি সেখানে এসেছে ৫০০ কেজি। সরবরাহ কম আবার চাহিদা বেশি। দামও বেশি।
রায়েরবাগ থেকে সবজি কিনতে আসা খুচরা মো. শফিক বলেন, বাজারে সবজি কম। দামও বেশি।
কাজলায় বাজার করতে আসা মহসিন মিয়া নামে একজন ক্রেতা বলেন, সবকিছুর দাম বাড়তি। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম বেড়েছে।
এদিকে পোল্ট্রি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। তবে অপরিবর্তিত আছে দেশি, লেয়ার মুরগি, গরু ও খাসির মাংসের দাম। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা, লেয়ার ২৪০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০টাকা, খাসির মাংস ৮০০ টাকা।
তবে কিছুটা কমেছে মাছের দাম। রুই মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২৪০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, কাতল ১৫০ থেকে ২২০ টাকা, প্রতি কেজি শিং বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, পাবদা ৩০০-৪০০ টাকা, মৃগেল ১৮০-২৬০ টাকা, পাঙাস ৯০-১১০ টাকা, কই ১৪০-১৬০ টাকা, কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা কেজি দরে, পুটি ৩৫০ থেকে ৫৫০ টাকা, টেংরা ৫০০-৭০০টাকা।
রসুনের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে আদা, পেঁয়াজের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, আদা ১৬০ টাকা ও রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।