Top

সাংবাদিকদের দাবির প্রতি সরকারের সুনজর আছে: পরিকল্পনা মন্ত্রী

২৭ ডিসেম্বর, ২০২০ ৮:১০ অপরাহ্ণ
সাংবাদিকদের দাবির প্রতি সরকারের সুনজর আছে: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান বলেছেন, বিএমএসএফ’র চৌদ্দ দফাসহ সাংবাদিকদের সকল দাবির প্রতি সরকারের সুনজর আছে। এজন্যই প্রধানমন্ত্রী সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি রোববার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধণী বক্তব্যে তিনি একথা বলেন।

রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে সভাপতি এবং দৈনিক আধুনিক বাংলার আহমেদ আবু জাফরকে পূনরায় সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভাচুয়্যালের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, এ্যাড. আওলাদ হোসাইন, এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, জার্নালিস্ট শেল্টার হোম’র আহবায়ক মিজানুর রশীদ মিজান ও সদস্য সচিব নুরুল ইসলাম উজ্জল প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, চট্টগ্রামের সাংবাদিক হাকিম রানা, ঝালকাঠির রিয়াজুল ইসলাম বাচ্চু, ফেনীর জহিরুল ইসলাম জাহাঙ্গীর, নরসিংদীর মোশারফ হোসেন নীলু, বাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম আহাদ, পাবনার মোবারক বিশ্বাস, গাজীপুরের ড. রিপন আনসারী, নোয়াখালীর মানিক ভূঁইয়া প্রমুখ। নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার