শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে শাবিপ্রবি উপাচার্যের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে শহীদ মিনার পাদদেশে শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনিতী বিভাগের শিক্ষার্থী সামিয়া হাসান লিতুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, “বিশ্ববিদ্যালয় গবেষনা ও জ্ঞান উৎপাদনের জায়গা। সেখানে দলদাস ও বিকৃত মস্তিষ্কের লোকজন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে গবেষনার পরিবেশ নষ্ট করা হচ্ছে। ভিসি এমনভাবে বলেছেন যেন সবার এইম ইন লাইফ বিয়ে। উনি হয়তো জানেন না,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জয়া চাকমা ফিফা স্বীকৃত প্রথম বাংলাদেশী মহিলা রেফারি। শাবিপ্রবির উপাচার্যের জানা উচিত আমাদের মেয়েরা গবেষনা, শিক্ষা, খেলাধুলা সবখানে নেতৃত্ব দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মির্জা সোহাগ বলেন, “ফরিদ উদ্দিন একজন অথর্ব ভিসি। তার মন মানসিতা নোংরা। তার এমন মন্তব্যে নারীদের হেয় করা হয়েছে। এই সময়ে তার বক্তব্য নারী শিক্ষার অন্তরায়। প্রকাশ্যে তার সকলের নিকট ক্ষমা চাইতে হবে।”
সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী সামিয়া হাসান বলেন, সেকেন্ড ক্লাস পাওয়া একজন ভিসি কিভাবে, কোন সাহসে আমাদের ক্যাম্পাসের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়? সেকেন্ড ক্লাস পাওয়া লোকটা কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়? আবার সেই লোকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয় কিভাবে? সেটা আমার বোধগম্য হয় না, আমি তাকে নিয়ে কথা বলতে চাইনা, আমার তাকে নিয়ে কথা বলতে নিজের কাছেই বাঁধে , আমি আজকের মানববন্ধনে সবার উদ্দেশ্যে জানিয়ে বলতে চাই
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শাবিপ্রবির উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, এবং সাথে সাথে অনেক শিক্ষক ইতিমধ্যে শাবিপ্রবির উপাচার্যের কুরুচিপূর্ণ বক্তব্যের বিপক্ষে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, আমরা চাই আমাদের প্রশাসন অফিসিয়ালি শাবিপ্রবির উপাচার্যের বক্তব্যের বিপক্ষে দাঁড়াক এবং এই বিকৃত মস্তিষ্কের ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক ।
উল্লেখ্য, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কেউ সহজে বিয়ে করতে চায় না’ বলে এক ফাঁস হওয়া অডিও ক্লিপে তাকে এ মন্তব্য করতে শোনা যায়।