বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি ৩০ আসন বিশিষ্ট এসি কোস্টার গাড়ি উপহার দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করা হয়। এসময় ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালামের কাছে চাবি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান। ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্তিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ক্রেডিট ড. মোঃ আবদুল্লাহ আল মামুন ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (পিসিএমডি) মোঃ আশেক এলাহী।
অনুষ্ঠানের শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্লাইড উপস্থাপন করেন এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. মোঃ নওয়াব আলী খান এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর স্লাইড উপস্থাপন করেন ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ।
এসময় অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নাম করণ করেছিলেন অগ্রণী ব্যাংক। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার প্রদান করতে পেরে আমরা ধন্য।’
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অগ্রণী ব্যাংককে আমরা আমাদের প্রতিষ্ঠান মনেকরি। দীর্ঘ ৪২ বছর আমরা ইবি পরিবার এ ব্যাংকের সেবা গ্রহণ করে চলেছি। আজকের এ উপহারের মধ্যদিয়ে উভয়ের মধ্যে নতুন করে সেতুবন্ধন তৈরি হলো।’