জাহাঙ্গীরনগরের মেয়েদের বিয়ে হয় না। এরা সারারাত বাইরে ঘুরাঘুরি করে।”
একটি রেকর্ডে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদকে উপরোক্ত কথাগুলো বলতে শোনা যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এরকম জঘন্য, নারীবিদ্বেষী, অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবং চোখ খোলো অভিজ্ঞতা প্রদর্শনী এবং প্রতিকী অনশন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) দুপুর তিন ঘটিকার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে চোখ খোলো অভিঅভিজ্ঞতা প্রদর্শনী হয় যেখানে ৬৫ টি হয়রানি মূলক ঘটনা লিখিত প্রদর্শীত হয়।
এবং সাড়ে তিন ঘটিকার দিকে শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তারা।
প্রতিবাদকারী এক শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, “শাবিপ্রবির উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে যে মন্তব্য করেছেন সেটি চরম নারী বিদ্বেষমূলক বক্তব্য। এই নারী বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের কিছু করার আছে।তারই প্রতিবাদে ‘জাগো নারী জাগো, বন্দি শিখা,’ কর্মসূচির আয়োজন । এই কর্মসূচির তিনটি ইভেন্টের মধ্যে প্রতিকী অনশন কর্মসূচি একটি। এবং শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করেই আমরা এই প্রতিকি অনশন করছি।”